আমাদের কথা খুঁজে নিন

   

টেকি ব্লগারদের সাহায্য দরকার টিভি কার্ড // সাউন্ড কার্ড সেটাপ সংক্রান্ত


এই ছবিটি আমার পিসির । টিভি কার্ড হচ্ছে এভার মিডিয়া ইনটারনাল ইন্টেল বিল্ডইন সাউন্ডকার্ড। (এটা নতুন) সমস্যা হচ্ছে: আমি আগে এই একই টিভি কার্ড দিয়ে যেকোন চ্যানেলের যে কোন পোগ্রাম রেকর্ড করতে পারতাম। এখনও রেকর্ড হয় তবে সাউন্ড ছাড়া। টিভি কার্ড সেটাপের সময় উল্লেখ করে যে, সাউন্ড কাড সেটাপ হয়নি। টিভি কার্ড প্রপাটিজও দেখায় যে, সাউন্ট পায়নি। কিনতু আগে এই সমস্যা হয়নি। আমি আগে, যে কোন পোগ্রাম সাউন্ড সহ রেকর্ড করতে পারতাম, আমার হ্যান্ডিক্যাম (এনালোগ) এর মুভি এই টিভি কার্ড এর মাধ্যমে রেকর্ড করতে পারতাম। আমার সাউন্ড প্রপাটিজ দেখুন : টিভি চ্যানেলের পোগ্রাম দেখা যায় সাউন্ড সহ কিন্তু রেকর্ড সাউন্ড সহ হয়না যা আগে হত। সমাধান কি হতে পারে??
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.