আমাদের কথা খুঁজে নিন

   

---------------এই কি আমাদের দেশ, শিক্ষাই না জাতির মেরুদণ্ড---------------



এই কি আমাদের দেশ, শিক্ষাই না জাতির মেরুদণ্ড তাহলে কেনই বা আমরা কস্ট পাচ্ছি মাঝে মাঝে মনে হয় এজন্নই কি ১৯৫২ সাল , ১৯৭১ সাল সহ বিভিন্ন সময়ে ছাত্র রা দেশ র জন্য এগিয়ে গিয়েছিল , এই ফল লাভের জন্য ? জ়ানি এগুলো হয়ত লেখা ঠিক হচ্ছে না তারপর ও কেনো লিখছি জানেন ? চট্টগ্রাম এ চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিমাল সাএন্সেস বিশ্ববিদ্দালয় আছে জা বিগত ৪ মাস ধরে বন্ধ , এই বিশ্ববিদ্দালয় এ ৩00 জন under graduate সহ ৫0 জন post graduate student আছে , জাদের অধিকান্সই এখন বাসাই বসে বাবার অন্ন ধ্বংস করছে I কেও কি বোলতে পারেন আমাদের ভবিস্যত কি!!! পেপারে অনেক লেখা লেখি হওয়া সত্তেও সরকার কনো পদখেপ নিচ্ছে না! আচ্ছা ঢাকা বিশ্ববিদ্দালয় যদি বন্ধ থাক্ত তাহলে কি সরকার পারত এভাবে চুপ করে থাকতে? আর আজ যদি সরকার চুপ করেই থাকতে চাই তাহলে সেদিন UGC কেনো বিশ্ববিদ্দালয় এর অনুমদন দিয়াছিল? সরকার এর কাছে আজ প্রস্ন দেশের এক মাত্র ভেটেরিনারি বিশ্ববিদ্দালয় আর আপনারা কতদিন বন্ধ দেখতে চান? আর কতটা সময় আপনারা আমাদের জীবন থেকে মুছে ফেলতে চান? চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিমাল সাএন্সেস বিশ্ববিদ্দালয়-ই একমাত্র বিশ্ববিদ্দালয় যেখান থেকে British Council এর Sponership এর মাদ্ধ্যমে প্রতি বছর Student Internship এ India জাই এটা কি দেশের জন্য গরবের বিসয় নই? পশু ডাক্তার ছাড়া যদি আপনারা বাংলাদেশের পশু সম্পদ কে রক্ষা করতে চান তাহলে আমাদের জন্য অন্য কনো বাবস্থা করে দেন আর তা না চাইলে আমাদের ভারসিটি টা দয়াকরে খুলে দেন I

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।