আমাদের কথা খুঁজে নিন

   

টেকি ভাইয়াদের সাহায্য চাই

আমি প্রকৌশলী। তবে কৌশল করে কিছু করতে চাই না। আমার নীতি হল স্পষ্ট কথায় কষ্ট নেই। আর বেশী কিছু বলার নেই। কারন, আমি কথা কম বলতে ভালবাসি।

টেকি ভাইয়াদের সাহায্য চাই পাঠকগণ আমার সালাম জানবেন ৷ আমার মোবাইল ফোনটা সাধারন ৷ মেক ও মডেল icube 160 ৷ এটা স্মার্ট ফোন নয় ৷ আমি যখন কোনো অডিও রেকর্ড করি তখন আমি wav অথবা amr এই দুটো ফরম্যাটেই করতে পারি ৷ কিন্তু যখন কোনো ফোন কল রেকর্ড করি তখন amr সেট করলেও দেখি wav ফরম্যাটে রেকর্ড হয় ৷ কিন্তু যেহেতু amr এ শব্দের মান একটু পড়ে গেলেও wav এর থেকে দশগুন কম জায়গা লাগে তাই আমি amr টাই ব্যাবহার করতে চাই ৷ আমার হিসাবে একটু আধটু ভুল হলেও হতে পারে তবে মোটামুটি দেখেছি যে এক মিনিট রেকর্ডিং এ amr জায়গা নেয় ১১৫ কেবি থেকে ১২০ কেবির মত ৷ সেখানে wav জায়গা নেয় ১.২ এম বি থেকে ১.২৫ এম বি ৷ কেউ যদি বলে দেন যে কিভাবে আমার icube 160 মোবাইলে আমি amr ফরম্যাটে ফোন কল রেকর্ড করতে পারি তাহলে বাধিত হব ৷ এছাড়া আমার মোবাইল ফোনে একটা মাত্র এস ডি কার্ড ভরা যায় ৷ কোনো অ্যাডালপ্টার ব্যাবহার করে বা অন্য কোনো উপায়ে কি আমি দুটো এস ডি কার্ড ভরতে পারি ৷ এস ডি কার্ডের স্লট কি বাডানো যায়? ধন্যবাদ ৷

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.