আমাদের কথা খুঁজে নিন

   

আমার মরন হলে তুমি নাকি হবে বেশি সুখী

ভাতের মজা কিছুতেই পাই না।

আমার মরন হলে তুমি নাকি হবে বেশি সুখী আমি জানি অভিমানী, তুমি হবে দুখী বেশী। আমার মরন হলে তুমি নাকি হবে বেশি সুখী আমি জানি অভিমানী, তুমি হবে দুখী বেশী। যে দ্বীপ তোমার মনে জীবন আলো ছড়ায় ঝড়ের বাঁধা সয়ে তোমার আঁধার সরায়। সেই দ্বীপের শিখা নিভে গেলে বিলীন হবে হাসি আমি জানি অভিমানী, তুমি হবে দুখী বেশী। কিসের অভিমানে আমার মরন চাওয়া আমায় কেন দিলে অভিশাপের হাওয়া। সেই তোমার চাওয়া পূরন করে হই যদি পরবাসী আমি জানি অভিমানী, তুমি হবে দুখী বেশী। আমার মরন হলে তুমি নাকি হবে বেশি সুখী আমি জানি অভিমানী, তুমি হবে দুখী বেশী। শিল্পীঃ কুমার বিশ্বজিত

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।