আমাদের কথা খুঁজে নিন

   

মেয়েদের জন্য ধূমপান মদ্যপানের চেয়ে বেশি ক্ষতিকর ।



বয়স যখন মাত্র তের,তখন মেয়েরা সাশা চেট্টি তার জীবনের প্রথম সিগারেটটির ধোঁয়া টানার চেষ্টা করে৷ কোন বিশেষ উদ্দেশ্যে নয়৷ নতুন কোন কিছুর স্বাদ নেয়াই ছিল তার লক্ষ্য৷ আর এখন তিনি সিগারেটের প্রতি পুরোপুরি নেশাগ্রস্ত৷ধূমপান মদ্যপানের চেয়ে মেয়েদের বেশি ক্ষতি করে। মার্চ মাসে এক গবেষণা জরিপে এ তথ্য জানা গেছে। গবেষণায় বলা হয়,মদ্যপান ছেলে ও মেয়েদের স্মৃতি কিংবা চিন্তন প্রক্রিয়ার ওপর দীর্ঘমেয়াদী কোনো প্রভাব ফেলে না। কিন্তু মেয়েদের ক্ষেত্রে ধূমপান তাদের স্মৃতি এবং চিন্তা শক্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলে। গবেষণা জরিপটি চালানো হয় ২৮৭ জন ছেলে-মেয়ের ওপর, যাদের বয়স ৩১ থেকে ৬০ বছর।

জার্নাল অব স্টাডিজ অন অ্যালকোহল এন্ড ড্রাগস-এ প্রকাশিত এক নিবন্ধে জানানো হয়,পরীক্ষণ দলের ওপর চালানো স্ট্যান্ডার্ড টেস্ট অব কগনিটিভ ফাংশনের মাধ্যমে জানা যায়,যারা অতীত মদ্যপান করেননি,তাদের চেয়ে যারা অতীতে মদ্যপান করেছেন,তাদের দৈনন্দিন কাজের ওপর মদ্যপান একই রকম প্রভাব ফেলেছে। কিন্তু ধূমপানের ক্ষেত্রে তা হয়নি। ধূমপানের বা তামক সেবনের অনেক ক্ষতিকর দিক রয়েছে৷ সরকার বা গণমাধ্যম বিষয়টির প্রতি মানুষের বিশেষ নজর আনতে অনেক চেষ্টাও করছে৷ চিকিৎসা বিজ্ঞান বলছে,ধূমপান মেয়েদের জন্য বিশেষ ক্ষতিকর কারণ তারা বাচ্চা ধারণ করে৷ তাছাড়া ধূমপানের কারণে ছেলেদের চেয়ে মেয়েদের ফুসফুসে ক্যান্সার হয় তাড়াতাড়ি৷গবেষক দলের একজন ক্রিস্টিন ক্যাসপারস কেন মেয়েদের ওপর ধূমপান নেতিবাচক প্রভাব ফেলে তার উত্তরে জানান, এর কারণ হচ্ছে এস্ট্রোজেন। এস্ট্রোজেনের কারণে ধূমপান মেয়েদের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। সে কারণে মেয়েদের ধূমপানের ব্যাপারে সতর্ক থাকা উচিত।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।