আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগের জগতে

নীরব বয়ান

অনেক দিন ধরে চেষ্টা করছি বাংলা ব্লগের জগতে প্রবেশ করার জন্যে, কিন্তু কিছুতেই পারছি না। আমি গাঁও গেরামের ছেলে। আধুনিক তথ্য প্রযুক্তির সাথে তেমন পরিচিতি নেই। অন্যের দেওয়া লিংকগুলো পরি। অনেক সময় দেখি বেশ মজার মজার বিষয় নিয়ে আলোচনা পর্যালোচনা হয়, তর্ক ঝারাঝারি হয়।

বেশ মজা লাগে। ইচ্ছা হয় আমিও ব্লগের জগতে প্রবেশ করি। কিন্তু কিভাবে করতে হয় তা জানি না। একদিন খেলতে খেলতে 'সামহোয়ারইনব্লগে' নাম লেখালাম। একটা নোটিশ দেখলাম আমার পৃষ্টা পেতে বেশ কয়েক দিন লাগবে।

মডারেটর সাহেব আমাকে কয়েকদিন পর্যবেক্ষণে রাখবেন আমি কি রকম ব্লগার। অবশেষে পেলাম আমার পৃষ্টা। তারপর থেকে চেষ্টা করছি লেখার জন্যে। কিছুতেই পারছিলাম না বাংলায় লিখতে। ব্লগার ভাইবোনদের উদ্দেশ্যে অনুরোধ জানালাম আমাকে পরামর্শ দিতে কিভাবে বাংলায় লেখা যায়।

অনেকে পরামর্শ দিয়েছেন, বাংলা ফন্টের লিংক দিয়েছেন বাংলা ফন্ট নিচে নামানোর (ডাউনলোড)জন্যে। অনেক চেষ্টার পর আজকে বিজয় কী বোর্ড দিয়ে লিখতে পারছি। খুব আনন্দ লাগছে। 'বিজয় কী বোর্ড' দিয়ে আজ আমার বাংলা ব্লগে বিজয় সূচনা হলো। ব্লগার ভাইবোনদের পরামর্শের জন্যে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

ব্লগে আমি নতুন। তাই ব্লগার ভাইবোনদের পরামর্শ একান্ত কাম্য - কিভাবে ব্লগকে সদ্ব্যবহার করা যায়। ব্লগের জগতে আমিও আছি আপনাদের সাথে। দেখা হবে, কথা হবে সোজা বাংলায়।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.