আমাদের কথা খুঁজে নিন

   

হে মহান মে

এই ব্লগের কোন লেখা আমার অনুমতি ব্যতীত কোথাও ব্যবহার না করার অনুরোধ করছি

ষাটোর্ধ্ব বৃদ্ধের অক্লান্ত শ্রমে ঘামে ভিজে গেছে তোমার মহিমা, বিশ্বজোড়া তোমার তদানীন্তন অফুরন্ত স্তাবকতা হারিয়েছে আস্থা ও বিশ্বাস, দু'মুঠো ভাতের সামান্য নিশ্চয়তাও এই বাঙলায় দেয়নি তোমার শতবর্ষীয় ঠুনকো বুলি ও একদা রক্তস্নাত শ্লোগান। গ্রীষ্মের তপ্ত রোদ্দুরে তাই অপ্রাপ্তির হাহাকারে স্তব্ধ অই বৃদ্ধের কাছে তুমি খুবই অর্থহীন; অথবা লক্ষাধিক মজুরের ক্ষুধার্ত সংসারে তুমি ভীষণ হাস্যকর,অনাকাঙ্খিত; অথবা ধ্বংসস্তূপে চাপা পড়া মৃতপ্রায় শ্রমিকের ক্ষীণ আর্তনাদে তুমি আজ ব্যাপক পরিহাস। অথচ তোমার পূজো, প্রতিনিয়ত বেড়েই চলেছে এমনকি এই মঙ্গাপীড়িত বাঙলায়ও; চলছে শোভাযাত্রা সভা আলোচনা বক্তব্য ও কত বিচিত্র প্রহসন, ফুরোচ্ছে অর্থ, চিবোচ্ছে মুরগীর রসালো ঠ্যাং কত রক্তচোষা পিশাচের দল; ঝরছে ঘাম কেবল অই ষাটোর্ধ্ব বৃদ্ধের, ডুবছে অনাহারে কেবল তারই বর্তমান, ঘুরছে অলস চাকা ত্রিচক্রযানের- বহু কষ্টে- শীর্ণ, ঘর্মাক্ত দেহে প্রতিফলিত হচ্ছে চিরন্তন অভাব। আর তুমি, হে মহান মে, সবটুকু মহত্ব বিসর্জন দিয়ে, অতি ধীরে, সন্তর্পণে চলে গেছ শোষিতের উষ্ণ ঘাম থেকে শোষকের শীতল ঘরে! [আজ যদিও মে দিবস নয়, উচ্চ মাধ্যমিকে পড়ার সময় লিখিত কবিতাটি আজ চোখে পড়ায় প্রকাশ করতে ইচ্ছে হল। শ্রমিকের স্বপ্নের কথা, কষ্টের কথা, চাহিদার কথা, বেদনার কথা শুধু মে দিবসে বলব, অন্য সময় ভুলে থাকব, আমি এই ধারণার ঘোরতর বিরোধী।]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।