আমাদের কথা খুঁজে নিন

   

হ্যাক করেছে নিও হ্যাকার গ্রুপ : অন্যান্যরাও বেশ চেনাজানা হ্যাকার : একজন সম্ভবত আইআইটি'র ছাত্র

I realized it doesn't really matter whether I exist or not.

হ্যাকড সাইটের নিচে হ্যাকাররা লিখে রেখে গেছে তাদের নাম। এগুলোর সর্বপ্রথমে রয়েছে নিও হ্যাকার গ্রুপের নাম যাদের সম্পর্কে গুগল বলছেঃ Click This Link নিও হ্যাকার গ্রুপের ওয়েবসাইটঃ http://neohackers0.tripod.com/ এছাড়াও আরেকজন ATULDWIVED : Click This Link এই সার্চের ফলাফল পাতায় একই নামে ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ টেকনোলজি (আইআইটি) এর ছাত্র'র পৃষ্ঠা আসছে। সেখান থেকেই ধরে নিয়েছি ইনি আইআইটি'র ছাত্র হতে পারেন। তবে এ ব্যাপারে নিশ্চিত করে কোনো তথ্য পাওয়া যায়নি। I-H GURU: Click This Link নামগুলো আক্রান্ত সাইট থেকেই নেয়া। আরো কিছু নাম সই করা আছে যেগুলো সম্পর্কে গুগল কিছু বলতে পারেনি। নামগুলো নিম্নরূপঃ Tranquiller, JAPPY, T4uRu5 SysTem32, L0rd ÇrusAdêr ইচ্ছে করছে এর জবাব বাংলাদেশ সরকারকেই দিয়ে আসতে! রাষ্ট্রীয় সাইটগুলো ডিফল্ট জুমলায় করেছে তো করেছেই, নিরাপত্তা ব্যবস্থারও বেহাল দশা। কেন? সরকার কি কিছু সংখ্যক ওয়েব ডেভেলপার এবং ডিজাইনার নিয়োগ করে সম্পূর্ণ নতুন ইঞ্জিন তৈরি করতে পারতো না? বিনামূল্যে জুমলা ব্যবহারের হিড়িক কেন এতোগুলো সাইটে? আবার বলে ডিজিটাল বাংলাদেশ করবে! ডিজিটাল বাংলাদেশ কি চার আনা দিয়ে কিনতে পাওয়া যায় নাকি? মাথায় গোবর ছাড়া কিছু নেই আবার তৈরি করবে ডিজিটাল বাংলাদেশ! জোকস নেক্সাস বলেছেনঃ বিজ্ঞানী জয়কে জরুরি ভিত্তিতে তলব করা হোক। ক্লান্ত দুচোখ বলেছেনঃ জয় ও বিজ্ঞানী, মুরগা ও একটা পাখি!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.