আমাদের কথা খুঁজে নিন

   

এন কম্পিউটিং- কম্পিউটিংয়ে নতুন মাত্রা!

আজ শুধু ভাল লাগে ১ আর ০...
এনকম্পিউটিং হল কম্পিউটিং জগতের নতুন একটি সংযোজন। আপনি একটি মাত্র সিপিইউ থেকে ৩০টি পর্যন্ত মনিটর বা ইউজার যুক্ত করতে পারবেন। এতে আপনার কমবে ৭৫% হার্ডওয়ার খরচ, ৭৫% ব্যবস্থাপনা খরচ এবং ৯০% ইলেকট্রিসিটি খরচ! কী অবিশ্বাস্য লাগছে! হ্যা এটা সম্ভব। যারা সাইবার ক্যাফে করতে চান অথবা কম্পিউটার নিয়ে অাউটসোর্সিং করতে চান তারা বিষয়টা নিয়ে একবার ভেবে দেখতে পারেন। যেমন আপনার ৩০ টা কম্পিউটার কিনতে কমপক্ষে ৯ লক্ষ টাকা দরকার কিন্তু এনকম্পিউটিং করলে আপনার ২-২.৫ লক্ষ টাকার মধ্যে হয়ে যাবে।

এখন দেখা যাক এনকম্পিউটিং কিভাবে কাজ করে- ভিস্পেস সফটওয়ারঃ এই সফটওয়ার প্রতিটি ইউজারকে আলাদা আলাদা অ্যাপলিকেশন রান করতে সাহায্য করবে। এটা আপনি উইনডোজ বা লিনাক্স সিসটেমে ব্যবহার করতে পারবেন। ইউএক্সপি কমিউনিকেটর প্রটোকলঃ এই প্রটোকল প্রতিটি ইউজারের আলাদা আলাদা ইনপুট আউটপুট সিসটেমকে নির্দেশ করে। এছারা প্রতিটি কম্পিউটারের সংযোপ সিপিইউ থেকে এই প্রটোকল থেকে যায়। এক্সেস ডিভাইসঃ এই ডিভাইস প্রতিটি মনিটরের জন্য একটি করে লাগবে।

এটার সঙ্গে মনিটর, কিবোর্ড, মাউস ইত্যাদি সংযোক্ত হবে। তাহলে নতুন ব্যবসা শুরুর আগে একবার ভেবে দেখুন এনকম্পিউটিং করা যায় কিনা? বিস্তারিত দেখতে পারেন এইখানে... বিঃদ্রঃ লিখাটি আমার ব্লগে লিখেছিলাম। সামহয়্যারইন বন্ধুদের জন্য পোষ্ট করলাম। আমার ব্লগে আমাকে পাবেন "জাহাঙ্গীর দ্যা গ্রেট" এই নিকে।
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।