আমাদের কথা খুঁজে নিন

   

ফান পোস্ট: ডাটা কালেকশনে একদিন...................

My scars remind me that the past is real, I tear my heart open just to feel........

রিসার্চের জন্য ডাটা কখনো সফটওয়ারে জেনারেট করি (সিমুলেশন), আর না হয় সেকেন্ডারি ডাটা ইউজ করি (হেলথ বা বেসিক ডেমোগ্রাফির কাজ হলে, বেশিরভাগ সময় ডিএইচএস-এর ডাটা ইউজ করি-ফ্রি বলে)। ছোট ডাটা থেকে কোন বড় ইন্টারপ্রিটেশন ড্র করতে গেলে প্রচুর ভুলও এরাইজ করে (এক্সট্রিম ভ্যালুর জন্য রেজাল্ট অনেক উঠানামা করে)। কাজের জন্য ফিল্ডে যেয়ে ছোটখাট ডাটা বেশ কয়েকবার কালেক্ট করেছি, তবে মুটামুটি বড় ছিল দুইবার, একবার ফোর্থ ইয়ারের প্রজেক্টে আরেকবার এক ফ্রেন্ডের জন্য। তখন অনার্স থার্ড ইয়ারে পড়ি। এক ফ্রেন্ডকে সাহায্য করার জন্য কিছু ডাটা কালেক্ট করতে হয়েছিল (শদুয়েক)।

২০০৬ এর রোজার টাইমে করেছিলাম কাজটা। খুব টাফ কিছু না, বাংলালিংকের নতুন প্যাকেজ ছাড়ার জন্য একটা মার্কেট রিসার্চের কাজ, মার্কেটের অন্যান্য অপারেটরদের গ্রাহক কেরকম, কত টাকার কথা বলে, এসব আরকি। প্রশ্ন মনে হয় ছিল ৮/৯ টা, নাম, স্যালারি, মাসিক ফোন বিল, মোবাইল সেটের ম্যানুফেকচারার আর মডেল, হাউজহোল্ড মেম্বার এবং কে কে মোবাইল ইউজ করে, আর ইউজারের কারেন্ট ফোন নাম্বার। আমার কাজের জন্য মাত্র দুই জায়গার ডাটা নিয়েছিলাম। ভার্সিটি এলাকার আর আমাদের বিল্ডিং-এর সবার।

মজা যা হওয়ার হয়েছে সব ভার্সিটি এলাকাতেই। সবাই প্রচুর হেল্প করেছে ডাটা কালেকশনে, বাসার সবাই/ডিপার্টমেন্টের স্টুডেন্ট, টিচার-রা। একদিন ক্লাশ ছিল। মাস্টার্সে যারা পড়তেন তখন, তাঁদের কয়েকজন আমাকে খুবই স্নেহ করতেন। তাঁদের একজনক কোস্চেনিয়ারিগুলো দিয়ে বললাম, 'আপনাদের ক্লাশে কিছু ডাটা নেব, হেল্প করলে খুব ভাল হয়' বলে কি কি লিখতে হবে বুঝিয়ে দিলাম ওনাকে।

সবগুলো কোশ্চেনিয়ারি একসাথেই ছিল। ঘন্টাখানেক পরে ক্লাশ শেষে নিয়ে এলাম সেগুলো। বিকালে চেক করতে গিয়ে তো আমার মাথায় হাত। মোট ১৮ টা দিয়েছেন ভাইয়ারা, এর মধ্যে কে জানি একজন ফোন নম্বরের ঘরে লিখেছেন একটেল ব্যাস পরের সবাই ডিজুস, টেলিটক, গ্রামীন এসব লিখে রেখেছেন, ফোন নম্বর আর দেননি। পরের দিন আবার গেলাম ১১ টা ফোন নম্বর কালেক্ট করতে।

তাদের ৬ জন সেদিন যাননি। আরও একদিন পর সবগুলো কমপ্লিট হয়। বড় মজাটা হয়েছিল শহীদুল্লাহ হলে। আমি নিজে এটাচড ফজলুল হক হলে, কিন্তু বন্ধু বেশি ছিল/যেতাম বেশি শহীদুল্লাহ হলে। একদিন বিকালে হলে গিয়েছি বাংলালিংকের ঐ সার্ভের জন্য।

ইফতারের বেশ কিছুক্ষণ পর আবার বের হলাম ডাটা কালেক্ট করতে। দোতলায় এক বন্ধুর রুমে ব্যাগ রেখে ভাবলাম দোতলার এক পাশ থেকে শুরু করি। একদম কর্নারের রুমের দরজায় দাড়িয়ে বাইরে থেকে অনুমতি নিয়ে ঢুকলাম। দুইজন তখনো ইফতারি করছেন। তো বললাম উদ্দেশ্য কি, ডাটা কালেক্ট করা যাবে কিনা? ব্যাস গজব পড়ল! কথোপকথনের সারাংশটুকু তুলে ধরলাম, ডিটেইলস সব মনেও নেই এখন।

আপনি কে? কোন জায়গার? ভাই, আমি আমি ভার্সিটির-ই স্ট্যাটে পড়ি। আলহামদুলিল্লাহ, আমরা কেমিস্ট্রির। হলে থাকেন? আগে কোনদিন তো দেখিনি? না বাসায় থাকি, হলে প্রায়ই আসি, এখন ঐ রুমে আছি ফ্রেন্ডের সাথে। তো এই ডাটা দিয়ে কি হবে? [খুলে বললাম, যতটুকু জানি। ] আমরা নতুন প্যাকেজ কবে পাব? সেটা তো আমি বলতে পারবনা, ওরা হয়ত দেখতে চাইছে ইউজার-রা কি চান, তারপর হয়ত নতুন প্যাকেজ সেই অনুযায়ি বানাবে।

আপনি কি ইউজ করেন? গ্রামীন। গ্রামীন নতুন প্যাকেজ কবে ছাড়বে? এদের কলরেট এত বেশি কেন? ভাইয়া আমি এখন বাংলালিংকের জন্য ডাটা কালেক্ট করছি, গ্রামীনের পলিসি নিয়ে তেমন একটা জানিনা। বাংলালিংকেরটাই জানি না। তাহলে আপনি বাংলালিংক ইউজ করেন না কেন? [মন চাইল, একটা চটকনা দেই] আমি একজনকে হেল্প করতে সার্ভে করছি, আমার মোবাইল কি সেটার তো কোন সম্পর্ক নেই এর সাথে। তাহলে বাংলালিংক একটা ভুয়া কোম্পানি, মানেন? বাংলাদেশের সবগুলো মোবাইল কোম্পানিই ভুয়া, এটা আর নতুন কি হবে।

তাহলে আমরা ডাটা দেব কেন? আচ্ছা ঠিক আছে ভাইয়া, আপনাদের কষ্ট দিলাম ইফতারির সময়, সরি। না না ডাটা নিয়ে যান, এমনিই জানতে চাচ্ছিলাম। আচ্ছা, আপনি কোন ডিপার্টমেন্টের যেন? স্ট্যাট। দেখি আইডি আছে? দেখালাম। [নিতান্ত বিরক্ত হয়ে] আচ্ছা, ঐ চেয়ারটায় বসেন।

হ্যাঁ শুরু করেন। নামটা? নাম দিয়ে কি হবে? ডাটা কলেক্ট করছি, নাম না থাকলে কার ডাটা কে বুঝবে? [তো নাম বলল] মান্থলি ইনকাম? ইনকাম দিয়ে কি করবেন? আপনি বললেন মোবাইল কোম্পানির হয়ে সার্ভে করতে আসছেন, মোবাইল কোম্পানির কাজ সিম বেচা সিম বেচব, ইনকাম দিয়া কি করব? ভাই আমাকে যা যা কালেক্ট করতে বলা হয়েছে, তাই করছি। নেক্সট, ফেমিলি মেম্বার কয়জন? আর মোবাইল ইউজার কয়জন? ওনাদের কেন দরকার? ডাটায় চেয়েছে, তাই জানতে চাচ্ছিলাম, আমার নিজের কোন দরকার নেই (চোখাচোখি করল দুইজন। একজন আরেকজনকে বলল, আজব। ফেমিলি মেম্বারের মোবাইল দিয়া হেরা কি করব? এই লোকজন এত ফাঁকিবাজ, পরে ঠিক ঠিক ঐখান থিক আরো কয়েকটা ডাটা বানাইব) আজব, বাংলালিংক ফেমিলি মেম্বার দিয়া কি করব? (পরে অবশ্য বলল) আচ্ছা আর কি জানতে চান? মাসে মোবাইল বিল কত আসে? এপ্রক্সিমেটলি? (গাঁ জ্বালানো হাসি হেসে একজন আরেকজনকে বলল, আরে হে কি কয়? এর লক্ষণ তো ভাল ঠেকে না) মোবাইল বিল দিয়ে কি করবেন? [রাগটা তখন উঠল] আপনারা যদি ডাটা দিতে সমস্যা হয় বলেন, আমি না নিলাম।

আমি যা জানি সবই তো বলেছি, আরো এনকোয়েরি থাকলে বাংলালিংকের কোন অফিসে কথা বলে দেখতে পারেন। আহা ভাই রাগেন কেন? আপনিও ঢাকা ভার্সিটির ছাত্র তাই এত জানতে চাচ্ছি, অন্য কেউ তো জানে না। যাই হোক, মোবাইল বিল দিয়া বাংলালিংক কি করবে? আমরা তো ওদেরটা ইউজ করিনা, ওদের বলতে হবে কেন? (চুপ করে থাকলাম। পরে অবশ্য বলল) সত্যিটাই বললাম, কোন প্রবলেম হবে না তো? এরপর রুমে আরেকজন আসল। আলহামদুলিল্লাহ, হে আর আগের দুইটার মত ডলা দেয় নাই! থার্ডজনেরটা আর চাইও নাই।

যখন বের হয়ে যাচ্ছে, তখন একটা আবার বলল, 'ভাই একটু ইফতারি করে যান আমাদের সাথে। ' আমি ধন্যবাদ দিয়ে সোজা ফ্রেন্ডের রুমে। আধঘন্টা লেগেছিল দুইজনের ডাটা কালেক্ট করতে। আমি পারহেড কোস্চেন করেছিলাম মনে হয় ৯টা, এরা দুইজন আমাকে করেছে মনে হয় ৫০টা। ফ্রেন্ডের রুমে ঢুকে ওকে সব বললাম।

ও শুনে হাসতে হাসতে শেষ, বলে 'তুই ওদের রুমে কি বুঝে ঢুকেছিলি, বেক্কল কোথাকার!' আমি ওকে বললাম 'তুই আমাকে আগে বলবি না?' ও আরো হাসে 'তুই জানিস না, প্রত্যেক ফ্লোরের কর্নারের রুমগুলোতে কারা থাকে?' ইফতারি সাধার ঘটনা শুনে বলে, 'না এরা এমনে খুবই আন্তরিক। ' মাফ চাই, দোয়াও চাই! বি.দ্র: ফাইনাল ইয়ারের প্রজেক্টে ডাটা কালেক্ট করতে যেয়ে এক এডিক্টের পাল্লায় পড়েছিলাম, ওর ডাটা নিতেই হবে। কি করা, নিয়ে জান নিয়ে ভেগেছিলাম!


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।