আমাদের কথা খুঁজে নিন

   

***ওহে মুসলিম***

"সকল বস্তু তার বিপরীত বস্তুর মাধ্যমে স্পষ্ট হয়ে উঠে"

ওহে মুসলিম ওহে মুসলিম, যদি তুমি পৃথিবীতে পরিবর্তন আনতে চাও তাহলে সবার আগে নিজেকে মুসলিম হিসেবে গড়ে তোল। ওহে মুসলিম, ইলম হচ্ছে নূর যা তোমাকে জান্নাতে পৌছে দিবে তাই সব কিছুর আগে ইলম অর্জন কর। ওহে মুসলিম, ইসলাম পূর্ণাঙ্গ এবং প্রতিষ্ঠিত তাই ইসলামে পরিবর্তন আনার কথা চিন্তাও করো না। ওহে মুসলিম, ঈমান ছয়টি ভিত্তির উপর প্রতিষ্ঠিত ঈমান বিষয়ক ইলম অর্জন কর। ওহে মুসলিম, অবিশ্বাসীদের কস্মিনকালেও অনুকরণ করো না যদি করো তারা তোমাকে ক্ষতিগ্রস্থ করে দিবে।

ওহে মুসলিম, বিদআতে জড়িয়ো না নিজেকে কারণ প্রত্যেক বিদআতই পথভ্রষ্টতা। ওহে মুসলিম, অন্ধ অনুকরণ করো না শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ব্যতীত। ওহে মুসলিম, ইসলামের মনগড়া ব্যাখ্যা করো না জেনে নাও সাহাবীরা কিভাবে ইসলামকে বুঝতেন। ওহে মুসলিম, কুফরের চর্চা করো না তাওহীদ বিষয়ক ইলম অর্জন কর। ওহে মুসলিম, বিভিন্ন দলে বিভক্ত হয়ো না আল্লাহর রজ্জুকে আকড়ে ধর।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।