আমাদের কথা খুঁজে নিন

   

বুক পুকুরের-চ্ছায় রাতচরা পাখি অভিসার

যে বেসেছে ঝর্ণা ভালো, যে বেসেছে ঝিনুক। তার হাতে আয়ু রেখায় ভীষন রকম অসুখ। ।

বুকে - যেখানে হৃদয় থাকে; সেখানে পুকুর এক। জলে আকাশের ছায়া; ছায়া ছায়া মেঘ ভাসে; রোদ হাসে; কখনো বরষা স্নান যদি কখনো তীব্র খরায় শুকনো তল।

পোনা মাছের সংসারে; কখনো কলমীলতাঝোপে ফড়িং নেচে এসে একবার উড়ার গল্পকথা রেখে যায়; ডানা জুড়ে লেগে থাকা রোদে জলপিঁপিঁদের রৌদ্রস্নান। ঢালু পাড় দুটো নুড়ি ছোড়ে কভু; দুষ্টুমি মাথা চাড়া দিলে কভু পিছলানো বালক। বালকের মুখ ধোয়া ঘামে ফুটবল; বউচি; বিকেল মাঠের দৌরাত্ন ঢেউ ঢেউ ছড়ায় । পুবের দিকে। পশ্চিমের দিকে।

ফালি ফালি জামরুল ছায়া মেখে নিয়ে রাঙা বিকেল ঝুঁকে থাকে জলমাঠে। ঘোলা জলের আড়ালে বাইম আর চিংড়ির খুঁনসুটি। মাছরাঙা থাবা সোহাগের মত এসে লাগে বুক পাঁজরে। একা একদিন একেকদিন চাঁদ সওদাগরের নৌকার গুন গুন, ঝিঁ ঝি রাত্তিরে ভাসান পরগনার উন্মুখ পথ চাওয়া জোৎস্না মুখে ধরা দেয় জল আয়নায়। তখন আঁধার রাত অনেক মানুষের ঘরে, কেওড়া ঝোপে লুকিয়ে যে কান্না কাতর রাতচরা বিরহী পাখীডাক; সে ডাকে ঘনিয়ে আসে রাতঘুম নিবিড় প্রিয় বন্ধনে; লোকালয়ে কুয়াশা আর স্বপ্নঝরার অবসর এমনি ঘনালে, প্রিয় বুক খুলে রাখি বিরহী রাতচরা পাখী অভিসারে।

১৭/০৩/২০১০ (ছবিটি ইন্টারনেট হতে সংগৃহীত Water Lilies by Claude Monet)


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।