আমাদের কথা খুঁজে নিন

   

১৭ ই মার্চ "বাবা দিবস" ঘোষিত হোক!!!!

মানুষ মরেনা কখনো

সাধারনত: মার্কিন যুক্তরাষ্ট্রকে অনুসরন করে জুন মাসের তৃতীয় সপ্তাহের রবিবারকে বিশ্বের ৫৪টি দেশ "বাবা দিবস" হিসেবে পালন করে থাকে। কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে "বাবা দিবস" বিভিন্ন তারিখে পালিত হওয়ার নজিরও রয়েছে। সে সমস্ত দেশে উক্ত তারিখের গুরুত্বানুযায়ী পালনের সিদ্ধান্ত নিয়ে সে তারিখটির মর্যাদাকে সমুন্নত করেছে। যেমন, রাশিয়া তে ২৩শে ফেব্রুয়ারী, ইতালি, পর্তুগাল, বলিভিয়া, স্পেন ইত্যাদি দেশ গুলোতে ১৯শে মার্চ, আমাদের প্রতিবেশি দেশ নেপালে অগাস্টের ২০ তারিখ ইত্যাদি। বাংলাদেশের মত একটি ইতিহাস সমৃদ্ধ দেশে এ দিবসটির তাৎপর্যের দিকে লক্ষ্য রেখে ১৭ই মার্চ, যা কিনা জাতীর পিতার জন্মদিন, এ দিনকেই "বাবা দিবস" হিসেবে পালন করলে আমার মতে ভালোই হয়। কারন, বাংলাদেশেই একমাত্র মনে হয় জাতীর পিতা নিয়ে সবচেয়ে বেশি যুক্তি-তর্ক হয়েছে। এমতাবস্থায় জাতীর পিতাকে তার সম্মানিত আসনে বসানোর প্রচেষ্টা স্বরুপ আমাদের সকলের পিতাকেও সম্মানিত করার দিবসটি ১৭ই মার্চ ঘোষিত হতে পারে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।