আমাদের কথা খুঁজে নিন

   

১৬ মার্চও ভাষা শহিদ দিবস



এইরকমই আমরা। কেউ জীবন উৎসর্গ করেন, আমরা ভুলে যাই সেটাও অল্প দিনের মধ্যেই। মাত্র ১৩ বছর আগে ১৬ মার্চ, রাষ্ট্র খুন করেছিল, সুদেষ্ণা সিংহকে। বিষ্ণুপ্রিয়া মনিপুরি ভাষা'র দাবীতে রেল অবরোধ, তার জন্য পুলিশ গুলি করে মারে, সুদেষ্ণাকে। আসামের করিমগঞ্জ জেলায়, ১৯৯৬ সালের ঘটনা।

প্রতিদিন ট্রেন লেট হয়, এক সমীক্ষায় দেখা গেছে, ভারতের রাজধানী দিল্লীতে একবছর শুধু ট্রেন-লেট জনিত কারনে ২০০০ কোটি টাকা ক্ষতি হয়েছে। আর করিমগঞ্জের যে অঞ্চলটির কথা ব্ল্লাম, সেখানে হাত দেখিয়ে ট্রেন থামানো হয় বলে কথিত আছে। কিন্তু নায্য দাবী-আধিকার আদায়ের লড়াইয় বলেই, তখন রাষ্ট্রের মনে পরে যায়, জাতীয় সম্পদ রক্ষা আর পাব্লিক ট্রানসপোর্ট আর ইনকনভিয়েন্সের কথা। অথচ, মনিপুরি নৃত্য ভারতের অন্যতম প্রধান ক্লাসিক্যাল ডান্স ডিসিপ্লিন। আসামের এই অঞ্চলটিতে ভাষার কারনে বার বার প্রান গেছে।

১৯৬১,১৯৮৬ এবং ১৯৯৬ । 'সংখ্যাগুরু' এবং 'সংখ্যালঘু', এই সংখ্যাতত্ত্ব, এখনও তার খেলায় ব্যস্ত্। সেটা চলবেও, এই 'সংখ্যা' বাচিক ভোট গনতন্ত্র চালু থাকলে। সুদেষ্ণা যে বছর মারা যান, তার পরের বছরই আমিঐ অঞ্চলে যাই পরবর্তী তিন বছরের জন্য। অবস্থা বিশেষ কিছুই পরিবর্তন হয়নি বাস্তবিক।

ভারতের অন্য একটি রাজ্য, ত্রিপুরায়, মনিপুরি ভাষা, মৈতেই এবং বিষ্ণুপ্রিয়া, উভয়ই এখন স্বীকৃত এবং দুটো ভাষাতে প্রাথমিক লেখা-পড়াও হচ্ছে। সুদেষ্ণা নামে একটি বই প্রতি বছর বের হয়, আসামের হাইলাকান্দি থেকে। বিষ্ণুপ্রিয়া ভাষার প্রধান কবি বজেন্দ্রকুমার সিংহ এবং তার স্ত্রী, এনু সিংহ, ঐ কাগজটি করেন। আমার ব্যক্তিগত সাত্বনা এই যে, আমি এক/দু বার তার সাথে যুক্ত ছিলাম। _______________________ এই রকম একটি পোস্ট গত বছর মে মাসে এখানে দিয়েছিলাম, ( সে নিয়ে অবশ্য একদল জলঘোলা কম করেন নি) , সেই পোস্টের মূল কথা এই পোস্টেও রাখলাম।

Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।