আমাদের কথা খুঁজে নিন

   

"আজ বঙ্গবন্ধুর জন্মদিন "

আমি সবসময় নিজেকে নিয়ে ব্যাস্ত থাকি..............................................
http://expertphotoshop.blogspot.com আজ ১৭ মার্চ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯১তম জন্মদিন। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার সম্ভ্রান্ত শেখ পরিবারে তার জন্ম। আজকের দিনটিকে গোটা জাতি 'জাতীয় শিশু দিবস' হিসেবেও উদযাপন করবে। এবার স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর জন্মদিন পালিত হচ্ছে ভিন্ন প্রেক্ষাপটে।

আওয়ামী লীগ সভানেত্রী ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে গত বছরের ৬ জানুয়ারি অসাম্প্রদায়িক-গণতান্ত্রিক ও মুক্তিযুদ্ধের চেতনাসমৃদ্ধ মহাজোট সরকার গঠিত হওয়ার প্রেক্ষাপটে দিনটি পালিত হচ্ছে রাষ্ট্রীয় মর্যাদায়। দিনটিকে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের অবিস্মরণীয় বিজয় বাঙালি জাতিকে নতুন চেতনায় উদ্দীপ্ত করে। ওই নির্বাচনের অঙ্গীকার অনুযায়ী সরকার ইতিমধ্যেই বঙ্গবন্ধু হত্যার বিচারের রায় কার্যকর করে জাতিকে ৩৪ বছরের কলঙ্ক থেকে মুক্তি দিয়েছে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর কর্ম ও রাজনৈতিক জীবন অসামান্য গৌরবের।

স্বাধীনতা, গণতন্ত্র ও বিশ্বশান্তি প্রতিষ্ঠায় অবিস্মরণীয় ভূমিকা পালনকারী এই মহান ব্যক্তিত্ব স্কুল জীবনেই সক্রিয় রাজনীতিতে জড়িয়ে পড়েন। তার কৈশোরে রাজনীতির দীক্ষাগুরু হোসেন শহীদ সোহরাওয়ার্দী। ম্যাট্রিক পাসের পর কলকাতায় ইসলামিয়া কলেজে অধ্যয়নকালে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরেবাংলা এ কে ফজলুল হকসহ তৎকালীন প্রথম সারির রাজনৈতিক নেতৃবৃন্দের সানি্নধ্যে আসেন। ওই সময় থেকেই নিজেকে ছাত্র-যুবনেতা হিসেবে রাজনীতির অঙ্গনে প্রতিষ্ঠিত করেন তিনি।
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।