আমাদের কথা খুঁজে নিন

   

গরু ও গাধা // হুমায়ুন আজাদ



আজকাল আমি কোনো প্রতিভাকে ঈর্ষা করি না। মধুসূদন রবীন্দ্রনাথ এমন কি সাম্প্রতিক ছোটখাটো শামসুর রাহমানকেও ঈর্ষাযোগ্য ব'লে গণ্য করি না, বরং করুণাই করি। বড় বেশী ঈর্ষা করি গরু ও গাধাকে;- মানুষের কোনো পর্বে গরু ও গাধারা এতো বেশী প্রতিষ্ঠিত, আর এতো বেশি সম্মানিত হয় নি কখনো। অমর ও জীবিত গরু ও গাধায় ভ'রে উঠছে বঙ্গদেশ; যশ খ্যাতি পদ প্রতিপত্তি তাদেরই পদতলে। সিংহ নেই, হরিণেরা মৃত; এ-সুযোগে বঙ্গদেশ ভ'রে গেছে শক্তিমান গরু ও গাধায়। এখন রবীন্দ্রনাথ বিদ্যাসাগর বাঙলায় জন্ম নিলে হয়ে উঠতেন প্রতিপত্তিশালী গরু আর অতি খ্যাতিমান গাধা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।