আমাদের কথা খুঁজে নিন

   

The Lost symbol !

আমি বাংলাদেশের বাঙ্গাল ।

Dan Brown এর লেটেস্ট থ্রিলার The Lost Symbol পড়লাম। Dan Brown এর বই যেরকম হয় আর কি!! দুর্দান্ত ফাটাফাটি!! এক্কেবারে লাস্ট মুহুর্ত পর্যন্ত বোঝা যায় না আসল ক্রিমিনাল কে ! কাহিনী একটা প্রাচীন ব্রাদারহুড mason দের নিয়া , যারা বংশানুক্রমিক ভাবে একটা একটা পাথরের পিরামিড ( যা আসলে একটা ম্যাপ ) পায় যেটা decipher করলে এমন একটা হারানো জ্ঞান পাওয়া যাবে যার মাধ্যমে অসীম ক্ষমতা পাওয়া যাবে ! এই হারানো জ্ঞান উদ্ধার এর জন্য harvard প্রফেসর রবার্ট ল্যাংডন রে মিথ্যা একটা অজুহাত দিয়া আনা হয় । আর এরপর ই কাহিনী শুরু । কি যে দুর্দান্ত কাহিনী, কোড এর ভিতরে কোড ! পড়ার সময় দারুন দুঃখ লাগতেসিল, এমন আরেকটা রবার্ট ল্যাংডন এডভ্যাঞ্চার কখন যে আবার পাবো !! Dan Brown আসলেই অসাধারন !!! Dan Brown এর আগামী বই কোনটা কেউ জানেন নাকি? জানলে আওয়াজ দেন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।