আমাদের কথা খুঁজে নিন

   

না বলা পঙতি



আজো রাত কাটে নি, আজো প্রভাত ফেরে নি। আমি বসে আছি,তেপান্তরের তীরে-সূর্যের অপেক্ষায় আলো আসবে,আমার ভীরূ বুকে সাহস ফিরে আসবে আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে যে নিকষ অন্ধকার আমি তার শেষ দেখবোই ফুল হাতে তোমার সামনে নাইবা দাড়াতে পারলাম। মন নিয়ে দাড়িয়ে আছিতো সহশ্রকাল। ভীরু মন সাহস ছড়াতে পারে না, বলতে পারে না সে কথাটি- যা হয়নি এতোকাল বলা। আমি তাই বলে দোষী নই! আমি তো অপেক্ষা করছি নতুন সূর্যের। তার কাছ থেকে সাহস ধার করবো বলে- আমার এতো কালের না বলা জমানো কথাটি বলবো বলে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।