আমাদের কথা খুঁজে নিন

   

২৩ শে মে, ২০১৩।

এইভাবেই চলে নিরবিচ্ছিন্ন দিনরাত্রি আকাশে শিকড় গেঁথে পৃথিবীর দিকে সময়ের সহস্র শাখার মতো - হয় না। মহাকালের ভিতর তুচ্ছ মহাকালের বায়বীয় স্রোতে; তুমুল বর্ষায় -জানালার মানবিক খোলে ভেজা নাগরিক কাকের মতো ডানা ঝাপটাই। এইভাবেই চলে পৌনপুনিক দিনরাত্রি নক্ষত্রের রূপোলি বোনেরা দৃষ্টিপথে হৃদয়ে ফুরোয়- এমনতো আর হয় না। বছরান্তে অতি উৎসাহী স্মৃতিশক্তি উৎসকে ভুলে টেরাকোটার নকশায় জীবিকা ফুটিয়ে পুরনো প্রেমিকার মতো জীবন ভোলায়। এইভাবেই চলে সহজবোধ্য দিনরাত্রি মাছরাঙার ঠোঁটে বিপন্ন প্রানের মতো মুক্তির স্বাদ - এখন তো আর আসে না। সরলরেখার শেষের দিকে হারিকেন হাতে রানারের মতো-মহাকাল হাঁটে একমুখী বুকে জোনাকির মাঠ, হলুদ ক্ষেতে দৃষ্টি ফেরাই।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।