আমাদের কথা খুঁজে নিন

   

ঘুমাইয়া ছিলাম ভালো ছিলাম জেগে দেখি মানিব্যাগ নাই



সকাল বেলা ঘুম থেকে উঠে দেখি রুমের বন্ধ জানালা গুলো খোলা রাতে আমি শুধু জানালার ১পার্ট খোলা রাখছিলাম । টেবিলের দিখে তাকাইয়া বুঝলাম মামা রাতের বেলায় কাজ সেরে গেছে মোবাইল চার্জারের গোড়াটা কারেন্ট র সাথে লাইন টা দেখি জানালার বাহিরে ভাগ্যিস মোবাইলটা বালিসের নিছে ছিলো মনিটরের সামনে মানিব্যাগ টা ছিল ওটা নাই আহহ গতকাল ৪০০ খান টাকা রাখছিলাম সাথে আরোও কিছু খুচরা ,ভোটার আইডি কার্ড ,অফিসের আইডি কার্ড, ভার্সিটির আইডি কার্ড,কোয়ান্টাম [ব্লাড] র আইডি কার্ড,সাইফুরস মামার ক্লাবের আইডি কার্ড,৩ খানা মোবাইল সিম, ডাক্তারের প্রেসক্রিপসন, মুল্যবান কিছু কাগজ সব গেলো এখন বুজতেছি ওটাতো মানি ব্যাগ ছিলোনা ছিলো ছোটখাট ব্রিফকেস, সকাল বেলা ছোট ভাই কল দিয়ে কয় একটেল সিম থেকে কল দিয়ে কথা বলেন না কেন আমি কই একটেল সিম তো ছোর মামা লইয়া গেছে রাতের বেলা। মামা সিমের ব্যলান্স আগে শেষ করতেছে তারপর বাকিগুলা............ ভোটার আইডি কিভাবে উঠাব কেঊ বলতে পারেন.........

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।