আমাদের কথা খুঁজে নিন

   

আছি বিঁধে অন্তর্বর্তী অনভিজ্ঞতায়

যে বেসেছে ঝর্ণা ভালো, যে বেসেছে ঝিনুক। তার হাতে আয়ু রেখায় ভীষন রকম অসুখ।।

বৃক্ষ চক্র গুনে যেমন; বলিরেখা গুনে বলা যায় - কত হলো আয়ুষ্কাল? অভিজ্ঞতা? একদিন ঝুম বৃষ্টিতে আন্তঃনগর বাসের জানালায় চোখ রেখে ভিজে চুপসানো এক সারি বৃক্ষ পালিয়ে যাচ্ছিল; দেখে মনে হলো - পালানোর চে' জীবনের ঢের কোন মন্ত্র নেই আর। আকাশের সিঁথিতে সিঁদুর মোছার আগেই যদি না পেরুতে পারি এই বিল, যদিও কচুরীপানা শৈবাল বড় ঘনিষ্ঠ ডিঙায়; তবে হয়তো বহুবিধ মুখোশ আর মুখোশতর অঙ্গভঙ্গি নির্ভুল টেনে নিয়ে যাবে চোরাবালি পাঁকে; সে কথা নিশ্চিত। বলিরেখা দ্বিগুন, চর্তুগুন দেখি। সে মত অভিজ্ঞতায় থিতানো অন্ধকারে অভিভূত টের পাই; পা বিঁধে আছি ডিঙার পাটাতনে। আর আন্তঃনগরের পেটে বিপুল বলিরেখা পরেও অনভিজ্ঞ চোখ পালিয়ে যাবার স্বপ্নে চক্ষুষ্মান হয়ে থাকে।। ১২/০১/২০০৮ (ছবিটি ইন্টারনেট হতে সংগৃহীত Enigma Without End by Salvador Dalí)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।