আমাদের কথা খুঁজে নিন

   

কথা



কথার মাঝে কথার ব্যাথা কথা খুঁজে ক্লান্ত পাতা । কথা হাসায় কথা কাঁদায় ক্ষনিক ব্যাথার বাঁধন হারায় । উল্টো কথার মাতন গপ্পে হারিয়ে কেউ স্বপ্ন ভবে , শুন্যে ভাসায় বিশ্বাসের তরী কথার মাঝে হারিয়ে গিয়ে খুঁজে নতুন আশার ভৈরী । কারো কথা হ্রদয় ভরায় কারো কথা হ্রদয় ভাঙ্গায় , ক্ষনিক কথার মাতন ডোরে শুন্য এই বুক কেঁদে মরে । যত কথা তত গপ্প কথাই খুঁজে কথার স্বপ্ন । জীবন ভবের নতুন ভাবনায় সুযোগ পেলে কথায় সাজায় । পাও যদি একটা সঙ্গী খুলে বস কথার ঝুলি, বলবে তারে যত কথা হতে পার তুমি তত গাধা । বিশ্বাস ভঙ্গের এই দুনিয়ায় মানুষ চেনা বড়ই দায় তবে কি মুখ রবে বাধা চলুক তবে কথার পালা শুন্য মন কথার ঢংঙ্গে ছুটে চলুক আপন রঙ্গে ...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।