আমাদের কথা খুঁজে নিন

   

২: শোনো- কয়েকশ জন্মের প্রেম নিয়ে অনেকেই খুনী হয়; তবুও তোমার আত্মাকে স্পর্শযোগ্য জানি !

আমি বাজে ছেলে, আমি লাষ্ট বেঞ্চি, আমি পারবো না ! ১)বহুদিন পর দেখলাম- রাতের হাত ধরে অন্ধকারের দিকে উঠে যাচ্ছো, এদিকে সময়ের কড় গুনে দেখি - হিসাবে গোলমাল হচ্ছে; সকল উজ্জ্বল রংমহলের ছাদে উড়ছে রক্তাক্ত পতাকা , ছুরিবিদ্যায় সে এক করুণ আর্তনাদ । বাতাসের মর্মতলে জড়িয়ে দিয়েছো যে ফিসফাস - কানাকানি; সম্পর্ক ও স্তব্ধ ঘড়ির অস্ফুট বাক্যসমূহ পাজরের ভাজে মিথ হয়ে গেছে । এদিকে তুমি একবার ছুঁয়ে দিলেই ব্লুবার্ড হয়ে যাব, আমার উড়াল বিষয়ক দূর্বলতা গল্প হবে, হবে সমবেদনার ভাষা , উড়ে উড়ে আগুনের দিকে! যে রক্ত হাহাকারের যাবতীয় শোক তার সহোদর, শোনো- কয়েকশ জন্মের প্রেম নিয়ে অনেকেই খুনী হয়; তবুও তোমার আত্মাকে স্পর্শযোগ্য জানি ! ২) নক্ষত্রবিদ্যালয়ে তুমি ঝরে পড়া স্মৃতি; গান জানো না; হাসতে জানো না; নামতা জানো না; তুমি ভিউ মিররে মেঘের হেয়ালী মাত্র । ওগো নক্ষত্রতরুণী, তুমি ফিরে ফেলে নাগরিক খরগোশের চোখে ছায়াবাদী রোশনাই হয়ে! তুমি আলতারঙা ফুল, একবার হেসে উঠে উঠলে সমুদ্রের গা এলিয়ে ডুবে যাব নিম্নালোকে, হবে স্খলন! নক্ষত্রতরুণী, হতে পারো বেহায়া চাঁদ, করবী ফুল , তুমি আজ ফুলগন্ধী শিমুলতুলো মেঘ - তোমার পায়ে একটা লাল ঘুঙুর পরিয়ে দেব ! চেনা নাচের ভঙ্গিমায় কেঁপে উঠে সর্বনাশ, ঈশারায় মুছে যাবে উষ্ণ হৃদয়, যেন শহরে আজ কোন ফুল নেই, বৃষ্টি নেই । ও গো নক্ষত্রতরুণী; বাজাও ভায়োলিন! আজ পৃথিবীর সকল নিথর মানুষ ঢুকে যাবে তোমার নাচের স্কুলে ।  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।