আমাদের কথা খুঁজে নিন

   

অনেকক্ষণ ধইরা খালি দেখতাছি আর চোক মুইন্দা দাত কিরমিরাইতাছি



অনেকক্ষণ ধইরা খালি দেখতাছি আর চোক মুইন্দা দাত কিরমিরাইতাছি। ইডেন কলেজের কেলেংকারি লইয়া কয়েকটা বালছালের চামড়া জইল্লা যাইতেছে। শালারপুতেরা, আমি নিজে ছাত্রলীগ করি তাই বইলা কি বালছালেরা আমার বইনের ইজ্জত লইয়া খেলা করবো আর আমি বালছাল লইয়া পইড়া থাহুম? ইডেন কলেজে ঘটান ঘটছে অহন কি আমি ইডেন কলেজর বালছালের ভাবমূর্তি ঠিক রাখবার লাইগা কমু যে , "ঢাকার নাম করা এক মহিলা কলেজের মাইয়াগ দিয়া বালছালের দল জোর কইরা দেহ বেবসা করায়"? শালার ছাত্রলীগ করি বইলা কি বালছালের কাছে বিবেক বন্দক দিছি নাকি? অহন দেখতাছি ব্লগে কিছু বালছালের পুটকি চাটা কুত্তার দলের কাছে জোর কইরা দেহ বেবসা করানোর চাইতে ইডেন কলেজের বালছালের ভাবমূর্তিই বেশি গুরুত্বপূর্ণ! শালার মানুষের বিবেক কই গিয়া ঠেকছে। আইচ্ছা, আহেন এইবার কিছু বালছালের ভাবমূর্তি উজ্জল রাইখা খবর পেশ করি। ১) আসল খবর: ঢাবিতে ছাত্রলীগের দুই গ্রপের মারামারি, ধাওয়া পাল্লা ধাওয়া। ভাবমূর্তি উজ্জল রাইখা পেশ: বাংলাদেশের এক নামকরা বিশ্ববিদ্যালয়ে দেশের নামকরা এক ছাত্র সংগঠনের দুই গ্রুপের মারামারি ধাওয়া পাল্লা ধাওয়া। ২) আসল খবর: ঢাকাকলেজের ছাত্রদের কাছে নিলখেতের বেবসায়িরা জিম্মি, নির্বিচার চাদাবাজি ভাবমূর্তি উজ্জল রাইখা পেশ: একটি নামকরা কলেজের ছাত্রদের কাছে নিলখেতের বেবসায়িরা জিম্মি, নির্বিচার চাদাবাজি ৩) আসল খবর: জাতীয় সংসদে সাকা ও সুরঞ্জিতের মধ্যে অচলিল বাক্য বিনিময় ভাবমূর্তি উজ্জল রাইখা পেশ: দেশের সরকারী একটি প্রতিষ্ঠানে দুইজন গন্য মান্য বেক্তির মধ্যে অচলিল বাক্য বিনিময় । শালার বালছালের ভাবমূর্তির দোহায় আর কত? বিবেকরে লাথ্থাইয়া জাগায়া তোল পুটকিচাটা কুত্তার দল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।