আমাদের কথা খুঁজে নিন

   

মেঘনাপাড় স্কুলের স্মরণিকার জন্য একটি সুন্দর নাম এবং লেখা চাই।

যে জানেনা এবং জানে যে সে জানেনা সে সরল, তাকে শেখাও। যে জানেনা এবং জানেনা যে সে জানে না, সে বোকা-তাকে পরিত্যাগ কর।

মেঘনাপাড় ধীবর বিদ্যানিকেতন নিয়ে অনেক স্বপ্ন আজ ডানা মেলেছে। এই স্কুলের ১৪০ জন শিক্ষার্থীর জন্য কর্মসংস্থানমূলক শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। কতিপয় উদ্যোক্তার সম্মিলনে স্কুলের শিক্ষার্থীদের জন্য মাশরুম প্রকল্প স্থাপন করা হয়েছে।

শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিয়ে মাশরুম উৎপাদন করা হচ্ছে এবং উক্ত প্রকল্পে ৬ জনের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। এই ধারণাটুকু নিয়ে আমরা আরও এগিয়ে যেতে চাই। স্মরণিকার জন্য নাম চাই ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস। বাঙালির গৌরবোজ্জ্বল ইতিহাসের একটি দিন। মেঘনাপাড় স্কুলের পক্ষ থেকে আমরা এই স্বাধীনতা দিবসকে সামনে রেখে একটি স্মরণিকা প্রকাশ করতে যাচ্ছি।

স্মরণিকার একটি সুন্দর নাম প্রয়োজন। আপনারা যাঁরা প্রথম থেকেই এই স্কুলটিকে সহযোগিতা এবং সমর্থন দিয়ে এগিয়ে নিয়ে গিয়েছেন-সবার কাছ থেকে স্মরণিকার জন্য একটি সুন্দর নাম আশা করছি। স্মরণিকার জন্য লেখা চাই মেঘনাপাড় ধীবর বিদ্যানিকেতনের প্রথম স্মরণিকায় আপনাদের অংশগ্রহণ শিশুদের আরও উজ্জীবিত করবে। এজন্য আপনাদের কাছ থেকে শিশুদের নিয়ে সুন্দর সুন্দর লেখা চাচ্ছি। এই পোস্টে মন্তব্যের ঘরে লিখে দিলেও চলবে।

মেঘনাপাড় স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আগামী ২৫ মার্চ মেঘনাপাড় স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ক্রীড়া প্রতিযোগিতা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য স্কুলের শিক্ষক এবং অভিভাবক প্রতিনিধিদের সমন্বয়ে একটি কমিটি করা হয়েছে। ২৬ মার্চ পুরষ্কার বিতরণী অনুষ্ঠান। স্বাধীনতা দিবস উদযাপন ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জনাব মোঃ কায়কোবাদ।

আরও থাকবেন ধীবর বিদ্যানিকেতনের সভাপতি জনাব আজিজুন নাহার এবং লক্ষ্মীপুর সদর উপজেলা চেয়ারম্যান জনাব মহিউদ্দিন বকুল। আপনারা সবাই উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত।

সোর্স: http://www.somewhereinblog.net     বুকমার্ক হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.