আমাদের কথা খুঁজে নিন

   

আরও কিছু শিবিরীয় ভন্ডামীঃ রাবি'র জোহা হলের শিবির নিয়ন্ত্রিত কক্ষ থেকে ফার্মেসির বিভাগের পরীক্ষার খাতা



রাজশাহী বিশ্ববিদ্যালয় এবার জোহা হলে মিলল ফার্মেসির পরীক্ষার খাতা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলের শিবির নিয়ন্ত্রিত বিভিন্ন কক্ষ থেকে এবার ফার্র্মেসি বিভাগের চূড়ান্ত পরীক্ষার তিনটি খাতা, দুই শতাধিক জিহাদি বই এবং ছাত্রলীগ কর্মীদের হিটলিস্ট উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে হল প্রশাসনের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে মতিহার থানা পুলিশ এসব উদ্ধার করে। হল সূত্রে জানা গেছে, হলের আবাসিক শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে পুলিশ বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে শিবির নিয়ন্ত্রিত কক্ষগুলোতে তল্লাশি শুরু করে। এ সময় হলের ২১৭ নম্বর কক্ষ থেকে গত ১০ জানুয়ারি অনুষ্ঠিত ফার্মেসি বিভাগের বায়ো ফার্মা পার্ট-১ কোর্সের ব্যবহারিক পরীক্ষার অমূল্যায়িত তিনটি খাতা উদ্ধার করা হয়। এগুলো হলো ফার্মেসি বিভাগের ০৯১১৫৩৩৭ রোল নম্বরধারী শিক্ষার্থীর ০০২৩৫২৩ নং খাতা, ০৯২৪৫৩৪০ রোল নম্বরধারী শিক্ষার্থীর ০০২৩৫০৩ নং খাতা এবং ০৯১১৫৩৪২ রোল নম্বরধারী শিক্ষার্থীর ০০২৩৫৪৭ নং খাতা।

এ ছাড়া হলের ১৪২, ১৫২, ১৬০ ও ২০৬ নং কক্ষ থেকে পুলিশ দুই শতাধিক জিহাদি বই উদ্ধার করে। এ সময় শিবিরকর্মী সুলতান মাহমুদ সবুজের ১৬৩ নম্বর কক্ষ থেকে ওই হলের ছাত্রলীগের ২৭ নেতা-কর্মীর নামে করা একটি হিটলিস্ট উদ্ধার করা হয়। ছাত্রলীগের ওই নেতাকর্মীরা হলেন রঞ্জন, মাসুদ, আলী রেজা ফারুক, ওমর ফারুক, আনিস, খায়ের, অরণ্য, ইকবাল, মশিউর, রনজু, মামুন, রওনক, মাহবুব, সাগর, নিলয়, মহসিন, রাসেল, আমির, অবিনাশ, বিপুল, রুহুল, মাহবুব, হুমায়ুন, মনি, ফায়েজ, বিপু ও সায়েম। হল প্রাধ্যক্ষ অধ্যাপক মর্তুজা খালেদ বলেন, শিবিরকর্মীরা ভালো ফলাফলের জন্য কক্ষ থেকে খাতায় লিখে নিয়ে সংশ্লিষ্ট পরীক্ষককে জমা দেয়ার উদ্দেশ্যে এ কাজ করতে পারে। উল্লেখ্য, এর আগে শহীদ সোহরাওয়ার্দী হল থেকেও পরীক্ষার খাতা উদ্ধার করা হয়।

দেখেন শিবির কি পরিমাণ মেধাবী পরীক্ষার খাতা তাদের হল থেকে উদ্ধার করা হয়। লিউজ লিংকঃ কালের কন্ঠ(১৩/০৩/২০০৯ তারিখ) http://www.kalerkantho.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।