আমাদের কথা খুঁজে নিন

   

আলবার্ট আইনস্টাইনের নিজ হাতে লেখা আপেক্ষিক তত্ত্ব প্রদর্শন


মোহাম্মদ আবুল হোসেন: মহাবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের নিজ হাতে লেখা যুগান্তকারী সেই আপেক্ষিক তত্ত্বের ( থিওরি অব রিলেটিভিটি) পান্ডুলিপি এবার প্রথমবারের মতো প্রদর্শন করা হচ্ছে। এতে রয়েছে, আইনস্টাইনের লেখা সেই তত্ত্ব ও এর বিশ্লেষণ। ৪৬ পৃষ্ঠার ওই মহামূল্যবান ডকুমেন্ট প্রদর্শন করা হচ্ছে ইসরাইলের জেরুজালেমে অবস্থিত ইসরাইল একাডেমি অব সায়েন্সেসে এন্ড হিউম্যানিটিস-এ। ওই প্রতিষ্ঠানের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এ আয়োজন করা হয়েছে। হাতে লেখা ওই ডকুমেন্টে আইনস্টাইন কৃষ্ণ গহ্বর থেকে মহাবিস্ফোরণ ব্যাখ্যা করেছেন।

এতে আরও আছে তার শক্তি বিষয়ক সেই বিখ্যাত সমীকরণ রয়েছে। এতে মহাবিশ্ব প্রসারিত হচ্ছে- এও ব্যাখ্যা করেছেন তিনি। তিনি আরও দেখিয়েছেন কিভাবে স্পেস ও টাইমকে কিভাবে দিক পরিবর্তন করে মহাকর্ষ। ইসরাইল একাডেমি অব সায়েন্সেস এন্ড হিউম্যানিটিস-এর প্রেসিডেন্ট মেনাহেম ইয়ারি বলেছেন- আমরা এমন একটি জিনিস চেয়েছি যা সারাবিশ্বের জন্য অদ্বিতীয় হবে। সৌভাগ্যক্রমে আমরা তেমনই একটি জিনিস হাতে পেয়েছি।

এর আগে বিশ্ববাসী আইনস্টাইনের হাতে লেখা এই মূল্যবান ডকুমেন্ট দেখে নি। আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব প্রথম প্রকাশিত হয় ১৯১৬ সালে। তার পর থেকে এখনকার আধুনিক পদার্থবিজ্ঞান দাঁড়িয়ে আছে ওই তত্ত্বের ওপর ভিত্তি করে। এজন্য একে পদার্থবিজ্ঞানের ম্যাগনা কার্টা বলে উল্লেখ করেছেন হিব্রু ইউনিভার্সিটির সাবেক প্রেসিডেন্ট ও আলবার্ট আইনস্টাইন আরকাইভের সভাপতি হ্যানোচ গাটফ্রেন্ড। তার মতে, এর আগে বিশ্বের বিভিন্ন জাদুঘর এই ডকুমেন্টের মাত্র কয়েকটি পৃষ্ঠা দেখাতে পেরেছে একত্রে।


 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.