আমাদের কথা খুঁজে নিন

   

আইনস্টাইনের সংক্ষিপ্ত জীবনী পর্ব-২



আইনস্টাইন তার চতুর্থ গবেষনা পত্রটিতে আলোচনা করেন একটি সম্পুর্ন নতুন বিষয় নিয়ে। যার নাম দেন উনি আপেক্ষিকতার বিশেষ তত্ব(Special Theory of Relativity) .বিশেষ আপেক্ষিকতা মতে সময় ও স্থান পরম(Absolute) নয় বরং পর্যবেক্ষকের গতির সাথে আপেক্ষিক। এইভাবে,একে অন্যের সাতে প্রচন্ড গতিতে ভ্রমনরত দুইজন পর্যবেক্ষক একই সময়ে একই ঘটনা একই স্থানে পর্যবেক্ষন করবে না,একইসাথে তাদের স্থান পরিমাপও একই হবে না । আইনস্টাইনের তত্ব মতে , আলোর গতি(যা কোন পদার্থ যার ভর আছে তার সম্ভাব্য সর্বোচ্চ গতি এবং এর বেশী হওয়া অসম্ভব) সকল প্রসঙ কাঠামোতে (Frame of Reference) ধ্রুব (Constant) হবে। পঞ্চম গবেষনা পত্রে , উনি বিশেষ আপেক্ষিকতা তত্বের গাণিতিক ব্যখ্যা-বিশ্লেষন প্রদান করেন।আইনস্টাইন ঘোষনা করেন ভর ও শক্তি সমতুল্য (Equivalent) এবং এদের মধ্যে সম্পর্কস্থাপনকারী সমীকরনটি হল E = m c^2 , অর্থাৎ (শক্তি = ভর * আলোর গতির বর্গ) [ অফ টপিকঃ এই বিখ্যাত সমীকরন আবার আজিজীয় গেঞ্জীর হট টপিক] লেখাটি একইসাথে আমার বাংলা ব্লগে প্রকাশিত। আইনস্টাইনের সংক্ষিপ্ত জীবনী পর্ব-১ আগামী পর্ব আগামীকাল প্রকাশ করার ইচ্ছা রাখি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।