আমাদের কথা খুঁজে নিন

   

এক আকাশের নিচে থাকি (স্বরচিত)



এক আকাশের নিচে থাকি আমার আকাশে বৃষ্টির ছায়াতলে তুমি আসবে কিনা পঙ্কিল দৃশ্যপট তখনো সে ভাবনা যোগায়নি তবু আমার ভাবনার সরল দোলক কখন যেন সরলতার গন্ডিসীমা পেরিয়ে তোমার গরল সীমানায় চলে গেল-যেন ঘটনাটা ঠিক ছুঁতে পারলাম না বিজ্ঞানের তত্ত্বকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আমার দোলক যেন তোমার প্রান্তে আটকে গেল-সাম্যাবস্থাও আসতে চায়না। । আমার ভাবনাগুলোর অংকুরোদ্গমে যে বৃত্ত তৈরী হয়, তার জ্যামিতিক কম্পাসের ভুমিতে সূচালো তোমার চুলের অগ্রভাগ আর মাথায় ভর করে তোমার চোখ বৃত্তের সুষম সৃষ্টিতে তার কড়া নজর-খুব বাজে কথা তুমি যখন শিখা হয়ে জ্বলো আমি সর্বদাই তার ছায়ার বৃত্তে অবস্থান করি। । কি করা যায়? উত্তর নাই এখন উত্তর খুঁজিও না যতবার পালতে চেয়েছি কিছুই হয়নি-এটা পরিক্ষীত কালো পিচে উত্তপ্ত পায়ের গোড়ালি চলছিলো এলোপাথাড়ি তবুও আমার দোলক তোমার প্রান্তেই থেকে যায় যা কিনা তুমি চেয়ে নাওনি আবার তোমাকে ঘটা করে দেওয়াও হয়নি-তাই তোমারও হয়তো কিছু করার থাকেনা কারন পৃথিবীর এই দিকটায় সূর্য এখনো পুবেই উঠে- সুয্যিজলে চক্ষুস্নান শেষে অমাবশ্যায় যাপিত জীবন দৃঢ়চিত্তে বলেনা আলোর প্রতীক্ষায় আছি কিন্তু অস্বীকারও করে না।

। এ যেন কানামাছি খেলা কেউ কাউকে ধরতে পারে না সুযোগ যে আসে না তা নয় পাকড়ালেইতো সে হবে নতুন চোর- খেলাতো শেষ হবে না তার চেয়ে আমিই বরং হাতড়ে খুঁজি চোখ বাধাঁ রেখে আলোকে-তাতেও কি কম আনন্দ ঐ আলোর চোখ বেয়ে বৃষ্টি পড়েছিলো তা আমি ছাড়া দূরের আর কয়জন জানে তোমার গ্রহনকালে আমিতো অন্ধকার শুষে নেবার চেষ্টা করেছি যখন তার অধিকার তুমি আমাকে দেওনি তবু অনধিকারচর্চাও যে করিনি তাতো তুমি জানো। । শুকনো পাতার মর্মর শব্দ হৃদয় ভাঙ্গার স্তবতায় রূপায়িত হলে খবরের ভাষ্য আসে সবই দূর্ঘটনা আমি তুমি আলো অন্ধকার সবকিছু তাই এখন বসে থাকি শুয়ে থাকি শুধু দাড়াঁতে চাইনা মহাকাল কালে কালে জন্ম দেবে আলো অন্ধকার শতদল হয়তো নতুন কোন দূর্ঘটনায় তুমি জেনে যাবে আমার মনের তল আমার এখানে এখনো বৃষ্টি পড়ছে-তোমার কি খবর? আকাশতো একটাই এ কথাতো মানো ছায়া দেখে ভেবেছিলাম আলোর খুব কাছাকাছি চলে এসেছি হয়তো সত্যি তাই তবু যোজন যোজন দূর-ছিলো বাকি সাত সমুদ্দর তেরো নদী...। ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।