আমাদের কথা খুঁজে নিন

   

আজাদ ওবায়দুল্লাহ-এর দীর্ঘ ছড়াকবিতা- আমার মেয়ে / নিব ৩৩



জুঁইয়ের পাতা মরে গ্যাছে সব ফুটেছে গোলাপ বকুল, আমার মেয়ের বৃষ্টিতে আজ ভিজে গ্যাছে কালো চুল। আমার মেয়ের স্বাধীনতা চাই চাই আগুনের লাল রাতা আগামী জন্মদিনে চাই লুই আরগঁ’র খাতা। আমার মেয়ে খুব ভালো মেয়ে একা একা খুব হাসে মানুষ এবং পৃথিবীকে সে খুব করে ভালোবাসে। আমার মেয়ে চাষী হতে চায় তুর্কি রাতার ডাক হতে চায় আম্মুর কাছে বারবার করে হররোজ নিবে সায়। আমার মেয়ের চাষবাস হবে কাব্যগোলাপ রক্ত যেখানে অনেক আগুন থাকে থাকে একুশের অক্ত।

আমার মেয়ের ছ’বছর হলো চায় হতে চায় মেঘ বৃষ্টি কথা বুনে দিলে পাখি কিনে করে শিল্পের মহাসৃষ্টি। আমার মেয়ে আগুনের মেয়ে জিনের মেয়ে একদম খুব দামি আÍার কথা বলে দিলে মেয়ে একা একা করে আমি। আমার মেয়ে গোলাপের মেয়ে আমার মেয়ে জানে খুব গান আমার মেয়ে আমাকে বলে বিখ্যাত লুইকান। আমার মেয়ে হাসবে এবং না পেলে ঠিক কাঁদবে আমার মেয়ে আমাকে না পেলে বিশ্বে কি করে বাঁচবে। আমার মেয়ে গান লিখে ফেলে কাবুল স্বাধীন করো গাজা নগরীর দুর্ভোগ ভাঙো নয়া সভ্যতা গড়ো।

আমার মেয়ে দূরে চলে গেলে কান্না হবে রোজ রোজ আমার মেয়ে হারিয়ে গেলে মৃত্যুর চাই খোঁজ। আমার মেয়ে আদরের মেয়ে ঈগলের বাড়ি কেনে আমার মেয়ে মানুষ এবং সাম্যও ঠিক চেনে। আমার মেয়ে যুদ্ধ বোঝে বুঝে মানুষের ভাষা বুঝে পৃথিবীর পরিণতিও পৃথিবীর ভালোবাসা। আমার মেয়ে হৃদয়ের মেয়ে একা একা আমি হাসি অর্থাৎ আমি আমার মেয়েকে খুব করে ভালোবাসি। নিব উৎসঙ্গ সৃজন চিন্তনের একটি শোভণ ছড়াপত্র বর্ষ-দশ, সংখ্যা-৩৩, অক্টোবর-২০০৯


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।