আমাদের কথা খুঁজে নিন

   

নাম পরিবর্তনের রাজনীতি

লাজুক প্রকৃতির অসভ্য বালিকা

দিন বদলের স্লোগান নিয়ে ক্ষমতায় অধিষ্ঠিত হয় দেশের আপামর জনগণের আশা আকাংখার নীতিনির্ধারকরা। সেই নীতিনির্ধারকরা কারা আপনারা কি জানেন? সেই নীতিনির্ধারকরা হলো যারা ক্ষমতায় এসেই নাম বদলের রাজনীতিতে বিশ্বাস করা শুরু করেছেন। আর নাম বদল করেই নিজেদের মহান দেবতাদের নামে তাতে সেটে দিচ্ছেন। এতে কি কোনো সমাধানের পথ খুজে পাওয়া যাচ্ছে? নাকি দেশে বিশৃঙ্খলা বেড়ে যাচ্ছে। আসলে আমরা যারা ক্ষমতায় আসি তারা শুধু প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি।

আজ যারা দিনবদলের নামে নাম বদল করছেন তারা কি কখনো ভেবে দেখেছেন? পরে আবার যারা ক্ষমতায় আসবেন তারা কি করবে। ক্ষমতা কখনো এক হাতে থাকে না এটা মনে রাখা দরকার। বিশেষ ভাবে মনে রাখা দরকার যারা ক্ষমতার অপব্যবহার করে তাদের জন্য ভবিষ্যত অনেক অন্ধকার সময় অপেক্ষা করছে। পরের ধার করা স্লোগানে বিভোর হলে হবেনা। নিজেদেরও ভালো কিছু করার মানসিকতা থাকতে হবে।

শুভবুদ্ধির উদয় হোক। এটাই প্রত্যাশা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।