আমাদের কথা খুঁজে নিন

   

শ্রীমঙ্গলের সাতগাঁও রাবার বাগানের শ্রমিক কর্মচারী ইউনিয়নের এডহক কমিটি অনুমোদন

thanks all over

দীর্ঘদিন দ্বন্ধের পর অবশেষে বশিউক সিলেট রাবার জোনের শ্রীমঙ্গল সাতগাঁও রাবার বাগান শ্রমিক কর্মচারী ইউনিয়নের (রেজিঃ চ্ট্ট-১৭৪২) এডহক কমিটি অনুমোদিত হয়েছে। ওই কমিটি আগামী ৪ মাসের মধ্যে গোপন ব্যালটে পুর্নাঙ্গ কমিটি গঠনের জন্য নির্বাচন সম্পন্ন করবে। গত ৪ মার্চ গনপ্রজান্ত্রী বাংলাদেশ সরকারের চট্টগ্রামস্থ রেজিষ্টার অব ট্রেড ইউনিয়নের যুগ্ম শ্রম পরিচালক অনুমোদনপত্রে স্বার করেন। (স্মারক নং-টিইউ-১৭(২য়খন্ড)/৯৬, তারিখ-০৪/০৩/২০১০ ইং) জানা যায়, সিলেট জোনের সাতগাঁও রাবার বাগানে শ্রমিক কর্মচারীদের কমিটির মধ্যে দ্বন্ধ থাকায় রাবার উৎপাদন মারাত্মক ব্যাহত হয়। ফলে বারার শ্রমিক কর্মচারীদের ২টি প মারমুখি অবস্থান নেয়।

বিগত কমিটির মেয়াদোত্তীর্ণ হলেও নতুন কমিটি গঠনের জন্য নির্বাচনের কোন উদ্যোগ না নেওয়ায় শ্রমিকরা ুব্ধ হয়ে উঠে। এব্যাপারে রাবার শ্রমিকরা মেয়াদোত্তীর্ণ কমিটির প্রতি অনাস্থাসহ নির্বাচনের দাবী জানিয়ে আন্দোলন শুরু করে এবং যুগ্ম শ্রম পরিচালক বরাবরে আবেদন করে। যুগ্ম শ্রম পরিচালক মেয়াদোত্তীর্ণ কমিটিকে নতুন নির্বাচন অনুষ্ঠানের জন্য ৩ দফা চিঠি ও তাগিদপত্র দিলেও কমিটি গঠনের জন্য নির্বাচনের কোন উদ্যোগ নেওয়া হয়নি। অবশেষে মেয়াদোত্তীর্ণ কমিটির সদস্যদের বাদ দিয়ে রাবার শ্রমিকরা গত ২১ জানুয়ারী এক সাধারণসভা আহবান করে সর্বসম্মতিক্রমে মোঃ আবুল আজাদকে আহবায়ক (সভাপতি) ও মোঃ আরজদ আলীকে সদস্য সচিব (সম্পাদক) করে ১২ সদস্য বিশিষ্ট অন্তবর্তীকালীন এডহক কমিটি গঠন করা হয়। এডহক কমিটির কাগজপত্র চট্টগ্রামস্থ রেজিষ্টার অব ট্রেড ইউনিয়নের যুগ্ম শ্রম পরিচালকের দপ্তরে প্রেরন করা হলে যুগ্ম শ্রম পরিচালক এডহক কমিটির কাগজপত্র যাচাই করে তা অনুমোদন করেন।

পাশাপাশি ১২০ দিনের মধ্যে গোপন ব্যালটে পূর্নাঙ্গ কার্যকরী কমিটি গঠনের জন্য নির্বাচন সম্পন্ন করার জন্য এডহক কমিটিকে নির্দেশ দেন। (স্মারক নং-টিইউ -১৭(২য়খন্ড) /৯৬/ ২৬৭(৩), তারিখ-০৪/০৩/ ২০১০ ইং)। যার অনুলিপি শ্রীমঙ্গলস্থ উপ-শ্রম পরিচালক চা শিল্প কল্যান বিভাগ, ব্যবস্থাপক সাতগাঁও রাবার বাগান বরাবরে প্রেরণ করা হয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.