আমাদের কথা খুঁজে নিন

   

আল ঈজ ওয়েল- ইন্দ্র কাহিনী ২

আমার বলার কিছু ছিলনা,চেয়েচেয়ে দেখলাম তুমি চলে গেলে,----ঠিকানা না রেখে ভালই করেছো বন্ধু.

চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা; মুখ তার শ্রাবস্তীর কারুকার্য--- তাই কি?? নাহহ, আমার যাবতীয় অনুমান ভুল প্রমাণ করে দিয়ে সে জানালো,সেই মেয়েকে অবশ্যই হোতে হবে ইন্দ্রের চাইতে কয়েকগুণ বেশী ইন্টালিজেন্ট এবং ইণ্ট্যাল্যাকচুয়্যাল, আণ্ডারস্ট্যাণ্ডিং ক্যাপাসিটিও হবে ইন্দ্রের চেয়ে বেশী . চিৎকার করে বলতে ইচ্ছে করছিল---- আমি তো রয়েছি , তোমার জন্য, আমি এতো যে তোমায় ভালবেসেছি,তবু মনে হয় এ যেন গো কিছু নয়, কেন আরো ভালবেসে যেতে পারেনি হৃদয়. কোথায় তোমার অভাব হলো ইন্দ্র,যে আমার ভালবাসায় সাড়া না দিয়ে তোমার অন্য প্রেমিকার দরকার পড়লো???

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।