আমাদের কথা খুঁজে নিন

   

সউদি আসার সময় ২টি কথা শরণ রাখবেন



যারা কাজ, ভিজিট, ওমরা কিংবা হজ্জ ভিসায় সউদি আরব আসবেন কিংবা কেউ যাচ্ছে বলে আপনি জানবেন তাহলে তিনি যেন তার সাথে ঔষধ কিংবা কোন ধরণের তাবিজ না নিয়ে আসেন। অনেকে সউদি আরব আসার সময় আন্যের সালানি নিয়ে আসেন। সউদি এয়ারপোর্টে আসলে দেখা যায় সালানিতে ঘুমের কিংবা প্রেসারের ঔষধ পাওয়া গেছে। এর জন্য বহনকারীর ১৫ বছর পর্যন্ত জেল হচ্ছে। তাবিজের বিষয়িট আরো মারাত্মক। যদি এটা যাদু বলে প্রমানিত হয় তাহলে বহনকারীর ফাঁসি পর্যন্ত হতে পারে। কেউ যদি সালানি দেয় তাহলে সম্পূর্ণ বক্সটি খুলে নিশ্চিত হয়ে নিবেন তার ভিতরে কোন ঔষধ কিংবা কোন তাবিজ আছে কিনা। কোন অবস্থাতেই ঔষধ কিংবা তাবিজ নিয়া কেউ সউদি আরব আসবেন না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.