আমাদের কথা খুঁজে নিন

   

ছেলে না, আগে মেয়ের বিয়ে।

তোমাকে ছাড়া বাচতে পারবো না.....

বাংলাদেশের বেশীর ভাগ পরিবারগুলোতে মেয়ে কে বিয়ে করানোর পর ছেলে কে বিয়ে করানো হয়। কখনও কখনও ছেলে বিয়ে করতে চাইলেও পরিবার থেকে অনুৎসাহিত করা হয়। ছেলের বয়স বাড়তে থাকে মেয়ের জন্য ছেলে খুজতে খুজতে। অথচ দেখা যাবে সেই মেয়েকে আরো ২-৩ বছর পরে বিয়ে করালেও হয় । মোট কথা ছেলে বিয়ে করে বউ আনার আগে মেয়ে কে অন্য বাড়ি পাঠানোর ব্যবস্থা করা হতে থাকে।

এ ধরনের ঘটনা সাধরনত নিন্ম মধ্যবিত্ত থেকে উচ্চ মধ্যবিত্ত পরিবারে হয়ে থাকে। কারন হিসেবে মনে হয় অর্থনৈতিক ব্যপারটাই কাজ করে জোরালো ভাবে। ১। বাবা রিটায়ার্ড বা রিটায়ার্ড হতে যাচ্ছে। রিটায়ার্ড/ রিটায়ার্ড হতে যাচ্ছে এমন বাবার অবিবাহিত মেয়ে থাকলে একটা টেনশন কাজ করে বাবা-মার মধ্যে।

মেয়ের বিয়েটাই মেয়ের জীবনে এক মাত্র সিকিওরিটি এ ধারনা বেশী করে ঝাপটে ধরে বাংলাদেশী পরিবারগুলোতে। ছেলে বিয়ে করে নতুন সংসার শুরু করবে। তার নিজের জন্য চিন্তা ভাবনা বেড়ে যাবে। তখন হয়তো বোনের প্রতি সঠিক দায়িত্ব পালন করবেনা। ২।

ছেলের বউ নতুন যে মেম্বার আসছে সে তার স্বামীর ছোট ভাই-বোনের প্রতি কতটা যত্নশীল হয় সে ব্যপারে প্রায় একশ ভাগ বাবা-মাই ভয়ে থাকে। তাই অন্য বাড়ির মেম্বার এ বাড়ির চেয়ারম্যান হবার আগেই মেয়ের জন্য কিছু সুব্যবস্থা করে ফেলতে চান বাবা-মা। এই মুহুর্তে এই দুটি কারনই মনে হচ্ছে। এই সমস্যার একটা সমাধান প্রয়োজন। একটা মেয়ে হয়তো এই মুহুর্তে বিয়ের জন্য মানসিকভাবে প্রস্তুত নয়, অথচ তাকে বিয়ে করতে হচ্চে কারন তার পরিবার তার ভাইয়ের উপর ভরসা করতে পারছেনা।

ভাইয়ের বউ এর মানসিকতা কেমন হবে সন্দিহান। যে মেয়েটা এই পরিস্থিতির সম্মুক্ষিন হচ্ছে সেও কিন্ত আরেক বাড়ির বউ হতে যাচ্ছে। ছেলেরা নিজের পরিবারের প্রতি কম দায়িত্বশীল? আর মেয়েরা তার শশুর বাড়ির প্রতি কম যত্নশীল? সমস্যা টা কোথায় তাহলে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.