আমাদের কথা খুঁজে নিন

   

আমি এক হেরে যাওয়া পথিক, জীবনের প্রতিটি মুহুর্তে আমি হেরে গেলাম। মার্চ ৯, ২০১০

নিজের মাঝেই আমি নিজে যেন হারিয়ে যাই বারবার।

জীবনে আমি আবার হেরে গেলাম। জীবনের অনেকটা পথ পাড়ি দিয়ে যখন বেচেঁ থাকার চেষ্টা করতে লাগলাম তখন অনেকটা জোর করেই আমাকে আবার হারানো হল। জীবনের কিছু সময় যখন ভাল হতে চাইলাম, ভাল হতে থাকতে চাইলাম তখন আমাকে বোঝানো হল যে, এই পৃথীবিতে কেউ কাউকে ভাল থাকতে দেয়। পৃথীবিতে কেউ ভাল থাকতে পারে না।

তাকে যে কোন ভাবেই ভাল অবস্থান হতে নামিয়ে নেয়া হয়। ভাল কেউ থাকে না। জীবনে একবার হেরে যাবার পর আমি আবার ভাল ভাবে বাচাঁর চেষ্টা করে দেখলাম। ভাল করে বাচঁতে চাইলাম, কিন্তু পারলাম না। কেন পারলাম না তা জানি না।

তবে হয়তো একদিন জানতে পারবো, কিন্তু সেদিন আর আমার ফিরে আসার কোন রাস্তা থাকবে না। আমি আর ভাল হতে পারবো না। তবে এই জীবনে একটি কথা খুব ভালভাবে শিখেছি, আর তা হল জীবনে যদি কিছু হতে চাও তাহলে একা একা হও, সেখানে কাউকে সাথে নিয়ো না। সে না থাকলে তুমি আর দাড়াঁতে পারবে না। আর এটাই বাস্তবতা।

পৃথীবির এই বাস্তবতার বাইরে কেউ কখনো জেতে পারেনি, হয়তো আমিও পারবো না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।