আমাদের কথা খুঁজে নিন

   

নারীর কোন বিকল্প নেই

Real knowledge is the knowledge about "The Real", or at least, that which leads to "The Real" - rest is just conjecture!

কেউ কেউ প্রশ্ন করেন: নারী - তোমার প্রতিশব্দ কি? আসলেই, “নারী”র কি কোন প্রতিশব্দ হয়? শব্দের বিকল্প প্রতিশব্দ - অনেকের মাঝে এক । বিধাতার সৃষ্ট জীবনের নিয়মে নারীর তো কোন বিকল্প থাকার কথা নয়- কথা নয় কোন প্রতিশব্দ থাকার । তবে এটা ঠিক, চেষ্টা চলছে নারীর বিকল্প দাঁড় করানোর । পর্ণোগ্রাফি, সিনেমা, গান, নাটক, বিজ্ঞাপনের ছায়া-চিত্রকে রক্তমাংসের প্রকৃত নারীর বিকল্প হিসাবেই নিবেদন করা হয় । বললেই হলো? আসলেই নারীর কি কোন বিকল্প হয়?? কেউ কেউ কাব্য করে বলেন নারীর প্রতিশব্দ "শক্তি" ও “সুন্দর”! আমিও বলি: "তুমি আছো বলেই পৃথিবী এত সুন্দর!" কিন্তু তাই বলে কি “বিশেষণ” আর "বিশেষ্য" এক হয়ে গেলো?? নারীর তাই কোন বিকল্প নেই, নেই কোন প্রতিশব্দও। যদি বলতেই হয়, তবে বলবো: শুধু "নারী"ই হতে পারে নারীর প্রতিশব্দ!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।