আমাদের কথা খুঁজে নিন

   

যাত্রী-কন্ডেকটার



ঢাকা কলেজের সামনে থেকে ঐ দিন রাত নয়টা ১২ নম্বর গাড়িতে উঠলাম আমরা দুই বন্ধু । মোঃপুর আসবো। সিটি কলেজ গাড়ি অতিক্রম করার পর এক জন যাত্রী আর কন্ডেকটার দুজনের মধ্যে তর্ক শুরু হয়েগেছে । এক সময় তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে গেছে ।

অন্যান্য যাত্রী বলছে মারমার। শালারা মানুষ না। এক সময় কন্ডেকটারের কপাল ফেটে রক্ত বের হচ্ছিলো । কিন্তু কি আর্চায্য একটা লোক ও উঠে তাদের ধরলোনা। আমি আর আমার বন্ধু উঠে দুজনকে ধরলাম।

যার সিটের পাশে মারা মারি হচ্ছে সে কন্ডেকটারের মাথা ফেটে যাওয়ার পরও না ধরে বলতেছে কন্ডেকটার এর দোষ। ঐ লোককে ঝিগাতলা নামিয়ে দিলাম। কন্ডেকটার তাকে নামতে দিবেনা। জোর করে নামিয়ে দিলাম। তারপর দেখলাম বাংঙালী জাতির আসল রুপ ।

তারা আলোচনায় বসে গেছে। কার দোষ কার দোষ না। আমি বললাম আমরা যখন ধরলাম কেউতো আসলেন না। পুরো গাড়িতে তখন এই আলোচনা । এটাই কি আমরা আশা করি জাতির কাছে।

শুধু আলোচনা করে যাবে। আর কিছুই কি হবেনা?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।