আমাদের কথা খুঁজে নিন

   

ফটোশপে প্রথম ফান............

আমি উঠে এসেছি সৎকারবিহীন

বহুদিন পরে নিজের পুরানো ছড়া কিংবা স্টিকার কালেকশান বা কোলাজের খাতা খুঁজে পেলে যেমন লাগে, অনেকটা সেইরকম মনে হচ্ছে এখন। পুরানো হার্ডডিস্কের এক চিপায় খুঁজে পাইলাম কতগুলো PSD file আর ইমেজ। এইগুলা বেশ আগের জিনিশ; নতুন পিসি কিনেছি তখন, ফটোশপ ইন্সটল দিলাম প্রথম বারের মত। সেইরকম ফান; ইচ্ছেমতন ছবি বানাও, একটার পর একটা ছবি জোড়া লাগাও, উড়াধুড়া ইফেক্ট মারো আর মনে মনে ভাবো -“আমি ত বস আর্টিষ্ট!!!” যাই হউক, আগ্রহ বেশিদিন থাকে নাই আর। পরে খালি খ্যাপ মারা কাজ করার সুযোগ, ভার্সিটির ফাংশনের ব্যাকগ্রাউন্ড ডিজাইন, ম্যাগাজিনের কাজ অল্পসল্প, মাঝেমধ্যে কিছু প্রিসেট খুঁজে পাওয়া, আর নেটে বসদের টিউটোরিয়াল দেখে দীর্ঘশ্বাস ফেলা। তাই ফাইজলামি করে কয়টা ছবি দিয়া দিলাম। তখন বেশি কিছু জানতামই না, তাই নিচের সবগুলানই এক্কেরে শাদা ক্যানভাস থেকে শুরু বলা যায়(ছবি জোড়াতালি দেয়া বরং বেশি কষ্ট!)। ভুলেও আর্ট খুঁজবেন না, তবে যে কোন ব্যঙ্গ বিদ্রুপ কিংবা মুচকি হাসিরে স্বাগতম জানাই......... ১. ২. ৩. ৪. ৫. ৬ ৭. ৮. ৯.হে হে হে, আর যন্ত্রণা দিমু না। থাক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.