আমাদের কথা খুঁজে নিন

   

চাই আলোর পথ

মিজান রহমান শ্রেষ্ঠ

রাতের অন্ধকারে যেদিন ফিরিবনা ঘরে শুন্যঘর আমার তরে কেঁদে একাকার নির্জন রাতে পথ চেয়ে থাকবে যেদিন আমার ঘরের সব, সেদিন অন্ধকারে আলোর দিশারী হবো হবো অজানা পথিকের পথের দিশারী। সে দিন প্রথম জ্বলবে আগুন আমার ভেতর অনিয়মরে গন্ধ শুকে জ্বলবে আগুন পুড়ে পুড়ে ছাই হবে সেই অন্ধকার রাতে কোন এক স্বপ্ন দেখে অজানা আলোর অজানা ভবিষ্যতে, যে আলো ভাসবে কোন ধ্বংসের স্রোতে। সেই অন্ধকার আলোয় পূর্ণ করে ফিরিব আলোর ... শুন্য আমার ঘরে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।