আমাদের কথা খুঁজে নিন

   

এমন তো কথা ছিল না (repost)

Real knowledge is the knowledge about "The Real", or at least, that which leads to "The Real" - rest is just conjecture!

কথা ছিল তুমি ফুল তুলে আনবে, তোমার ঐ লাউ-ডগা আঙ্গুলে তুমি ফুল তুলে আনবে ৷ একটি বা দু’টি গোলাপ কিংবা গন্ধরাজ ৷ কথা ছিল তোমার সরু আর জীবন্ত আঙ্গুলগুলো, সস্নেহে বিলি কাটবে মা বা অগ্রজার চুলে, কোন অলস দ্বিপ্রহরে বা শীতের শেষ সকালে ৷ কথা ছিল তুমি স্বপ্ন দেখবে, সত্যি স্বপ্ন, স্বপ্ন হলেও যা সত্যি - এমন কিছু নয় সাদা-মাটা স্বপ্ন, বয়ঃসন্ধিতে যা সকলেই দেখে থাকে ৷ যে স্বপ্নের দাবীও যৎসামান্য, ধরার জন্য দু’টি শক্ত হাত, শত বিঘা জমি নয়, শুধু পুরুষ-বুকের এক টুকরা জমিন ৷ ঝড়-ঝঞ্জায় বা আবেগে নিভৃতে কেবল নিজের মুখটুকু রাখার মত একান্ত নিজস্ব, পুরুষ-বুকের এক টুকরা জমিন ৷ আরো কথা ছিল তুমি হবে ধরিত্রীর মতো, একই অঙ্গে তোমার অনেক রূপ থাকবে - গ্রীস্ম, বসন্ত, শরৎ হেমন্ত সবই থাকবে ৷ ধরিত্রীর মতই তুমি হবে সকল উত্তাপ হরণকারিনী শীতল আশ্রয় - তোমার একান্ত আপন সকলের নিভৃত আশ্রয় ও সীমিত প্রশ্রয় ৷ তবু, কথা ছিল তুমি হবে মখমলের পুটলিতে সযত্নে তুলে রাখা আতরের মত - নিজের সুগন্ধ ছড়াবে কেবল একজনের জন্য যে তোমাকে সযত্নে, কোমল মখমলে মুড়ে রাখবে - আর যখনি ইচছা বা অবকাশ হবে, মোড়ক খুলে তোমায় দেখবে অমূল্য রত্ন ভেবে ৷ কিন্তু তা হলো না, তুমি ভুল স্বপ্ন দেখলে, একটুকরো ঘরের কোণ নয়, তুমি ভুল স্বপ্ন দেখলে গোটা পৃথিবীর ৷ এমন তো কথা ছিল না! পুরুষ-বুকের ছোট্ট এক টুকরা জমিন নয়, তুমি স্বপ্ন দেখলে শত শত বিঘা জমির ৷ এমন তো কথা ছিল না! মখমলে মুড়ে রাখা আতর হতে চাইলে না তুমি, বরং হতে চাইলে দুর্গন্ধ ঢেকে রাখা স্প্রে ৷ এমনও তো কথা ছিল না! তুমি আজ যোদ্ধা বা বৈমানিক - বাস চালক বা মাথায় সুড়কি বওয়া যোগালী, তুমি ক্যাট-ওয়াকে হাঁটা নির্লজ্জ উর্বশী ৷ কিন্তু এমন তো কথা ছিল না! তুমি পেশাজীবি মহিলা-নিবাসে নির্ঘুম রাত কাটানো মধ্য-যৌবনা সিঙ্গ্‌ল অথবা হাল জমানার বদমায়েশদের গোপন অভিলাষের "আপু”৷ তুমি আরো অনেক কিছুই, শুধু স্বভাবতই যা হবার কথা ছিল তা ছাড়া ৷ গোটা পৃথিবীই আজ বুঝি তোমার, কেবল ঘরের ঐ ছোট্ট কোণটুকু ছাড়া ৷

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।