আমাদের কথা খুঁজে নিন

   

আমি,আমার এবং নিজেই ...

স্বার্থপরতার নাম যদি হয় চালাকি - থাকতে চাই বোকা, করতে চাই বোকামি। “বোকামন” কখনো বৃদ্ধ, কখনো শিশু আবার কখনো যুবক .... (আমি বোকামনের হয়ে লিখছি ! তাই সাহিত্যের শিল্পগুন-মান হীন পোস্টগুলোর জন্য ক্ষমাপ্রার্থী) আমি কবি হতে চেয়েছিলাম আমি ঔপন্যাসিক হতে চেয়েছিলাম চেয়েছিলাম হতে গল্পকার হতে চেয়েছিলাম চিত্রশিল্পী একজন গায়ক । । । ।

হে মহামান্য মাননীয় উচ্চশিক্ষিত উঁচু সমাজ, শাসক শ্রেণী ! কী দোষ ছিল আমার কিসের এত ভয় আপনাদের বাবা-মা বড় সখ করে স্কুলে দিলেন; সন্তান যেন প্রতিষ্ঠিত হতে পারে। অ আ ই ঈ A B C D শিখছিলাম নরকের চাইতে নারকীয় কর্ম পরিবেশ আমার “মা”কে জ্যান্ত পুঁতে ফেললো টিভিতে দেখেছেন নিশ্চয়ই ? বাবা রিক্সা নিয়ে বের হল হরতালের দিন, লাশ পেলাম হাসপাতালের মর্গে খবরের শেষ পাতায় ছোট কলামে পড়েছেন নিশ্চয়ই ? ভাইকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হল ইউটিউবে ক্লিক করেছেন নিশ্চয়ই ? বোনটি সম্ভ্রম হারিয়ে বেছে নিলো আত্মহত্যার পথ এফ.এম রেডিও তে গানের মাঝে শুনেছেন নিশ্চয়ই ? “সত্যকে হায় হত্যা করে অত্যাচারীর খাঁড়ায়, নেই কি রে কেউ সত্য সাধক বুক খুলে আজ দাড়ায় শিকলগুলো বিকল করে পায়ের তলায় মাড়ায়, বজ্র হাতে জিন্দানের ঐ ভিত্তিটাকে নাড়ায় ” (সেবক) নাহ্ ! আমি এখনো শিরোনাম হতে পারেনি কোন মিডিয়ার কারণ আমি বেঁচে আছি আমাকে এতিম করা হল তবু ঠাই পেলাম না অনাথ আশ্রমে শোকে-কষ্টে, তীব্র ক্ষুধার জালায় অল্প বয়সেই শ্রমের প্রেমিক হয়েছি দু:খু মিয়া উপাধি পায়নি ঠিকই, পেয়েছি পিচ্চি-ফকিন্নীর পুত-মূর্খের বাচ্চা ইত্যাদি ইত্যাদি “দেখিছো কঠোর-বর্তমান নয় তোমার ভাব-বিলাস তুমি মানুষের বেদনা-ঘায় পাও-নিগো ফুল-সুবাস” (শরৎচন্দ্র) আমাকেও মেরে ফেলার পায়তারা চলছে কী ? আমাকে কেন এত ভয় পাচ্ছেন ?!! যদি আমার মাঝেই নতুন করে জন্ম নেয় নজরুল, সুকান্ত কিংবা জয়নুল !! যদি আমার কণ্ঠে গেয়ে উঠে আজম খান ??? “রেল-লাইনের ঐ বস্তিতে.................” আমি লিখছি, আমার জীবন খাতায় প্রতি ঘণ্টায় রচিত করছি ছড়া-কবিতা তিন-বেলা তিনখানা গল্প বছরে দুটি উপন্যাস আমার জীবন ষ্টেজে ঘাম ঝরানো পারফরমেন্স করে চলছি আমার সুরে কম্পিত হচ্ছে আকাশ-বাতাস-জনপথ “হয়তো কেবলই গাহিয়াছি গান, হয়ত কহিনি কথা গানের বানী সে শুধু কী বিলাস, মিছে তার আকুলতা?” (গানের আড়ালে) শুনতে পাচ্ছেন না ? আমার মনটোনাস সাউন্ড আপনাদের স্টেরিও সিস্টেম নাও নিতে পারে। হয়তো আমার লেখা পড়ার মত পাঠক নেই নেই শ’খানেক মন্তব্য কিংবা হাজার খানেক লাইক ফাকা দর্শক গ্যালারী তাতে কী ! রাতভর্তি ঘুম আমার, পেট ভর্তি ক্ষুধা আমার ছবির আমিই নায়ক, আমি প্রাণ সুধা ভুল বানানের কাব্য আমার, ভুল উপমায় গল্প নিজের মাঝে বসত করে বিদ্রোহী রণ-ক্লান্ত দর্শক সারীতে আমি নিজেই দর্শক হবো মন্তব্য করে যাবো হাজারো ট্রাক-ভর্তি করে নিয়ে আসবো লক্ষ্য লক্ষ্য লাইক যদি পারেন রুখে দিবেন আমার আমার প্রতিটি লাইন । । ।

। উৎসর্গ: নিজেকেই একখানা ভালো পোস্ট পড়ার জন্য এসেছিলেন ? আমি আপনাদের হতাশ করলাম সময় নষ্ট হল ? মুড খারাপ হলো ? আগেই জানিয়েছি আমার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে অ আ ই ঐ A B C D তাই দিয়েই লিখে যাচ্ছি - “আজ সৃষ্টি সুখের উল্লাসে– মোর মুখ হাসে মোর চোখ হাসে মোর টগবগিয়ে খুন হাসে আজ সৃষ্টি-সুখের উল্লাসে। ” যদি প্রশ্ন করেন কবে বন্ধ করবো আমার নিম্নমানের সাহিত্য-চর্চা উত্তরে বলবো- “আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন-রোল, আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না -” @বোকামন ভাবনা আমার ঔদ্ধত্যপূর্ণ ও অমার্জিত ভাষা কাহারো মনকষ্টের কারণ হইলে; মিনতি আমার ক্ষমা করবেন, ক্ষমা একটি মহৎ গুন  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।