আমাদের কথা খুঁজে নিন

   

AIM IN LIFE(বাংলা কবিতার আংরেজী নাম গরম কফির মাথা আসলেই গ্যেছে)।

তুমি যদি দৃশ্যমান মানুষকে ভালোবাসতে না পারো অদৃশ্য ঈশ্বরকে কি করে ভালোবাসবে !

: হোয়াট ইজ মাই এইম ইন লাইফ ছোট থেকেই ভাবি এই প্রশ্নের জবাব জানতে খেলাম কত খাবি ক্লাস ওয়ানে ভর্তী হতে ভাইবা দিতে যেয়ে প্রথম আমি জানলাম এই এইম ইনলাইফ বিষয়ে মনে পরে জবাব ছিলো হবো আসল জেলে মাস্টর সাব চেচিয়ে বলে কয়কি এই ছেলে মাম্মি আমায় শিধিয়ে দিলে বলবে হব পাইলট পাইলটের কামটাকি ভেবে লাগলো খটমট। বাবা বলল বড় হয়ে হবেই তুমি ডাক্তার জনে জনে এইম-ইন-লাইফ বদল হল বারবার পিতামহ বলল ডেকে শিখবে যন্ত্র কৌশল শেষকালে তাই ঠিক করিলাম মানুষ হব আসল .......................................... :#

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।