আমাদের কথা খুঁজে নিন

   

আসুন আরবি শিখি ১

আমি খুব ভালো ব্লগ লিখি না। আমার দরকারি জিনিষ গুলো যাতে না ভুলে যাই তাই লিখি।

বিসমিল্লাহির রাহ মানির রাহিম কিছুদিন ধরে আরবী শেখার কিছু চেষ্টা করছিলাম । যাই হোক অবশেষে শেখা শুরু করলাম । ভাবলাম একা একা শিখে কি লাভ।

সবাই মিলেমিশে শিখি আমরা আমরাই ত। আশা করি আপনার আরবী পড়তে পারেন, যদি আরবী পড়তে না পারেন তাহলে আগে আরবী পড়া শুরু করে পরে এই টিউটোরিয়ালটা পড়লে ভাল হয়। আর আমরা যাতে আল্লাহর কাছে দুয়া করি, যাতে আল্লাহ আমাদের শিক্ষাকে সহজ করে দেন। তাহলে শুরু করা যাকঃ আরবি ভাষায় তিন ধরনের শব্দ আছে : ১. اسم - (ইসম) (Noun, Verb, Adverb/বিশেষ্য, বিশেষন, ক্রিয়া বিশেষন) - নাম বাচক বা গুনবাচক শব্দ। এটা সাধারনত কোন কিছুর নাম বা কোন বিশেষ গুনের নাম।

আবার কোন কিছুর অবস্থাও অথবা এটা দ্বারা বুঝানো হয়। যেমন রাগ, আনন্দ ইত্যাদি। ২. فعل - (ফীল) (ক্রিয়া/verb) - সাধারনত এটা দ্বারা কোন কাজ বুঝানো হয়। এর দ্বারা কাজের সময়ও বোঝা যায় । যেমন অতীত কাল, ভবিষ্যত কাল অথবা বর্তমান কাল।

৩. حرف - (হারফ) - এর নিজের কোন অর্থ নেই কিন্তু অন্য একটি শব্দের পরে বসে সেই শব্দের অর্থ বোঝাতে সহায়তা করে। উদাহরন- একটা ইংরেজি শব্দ দিয়ে একটা উদাহরন দেই । "I go to School." এই শব্দে I এবং school হল اسم , Go হলفعل এবং am এবং to হল حرف । এখানে দেখুন আমরা go না বলে went অথবা will go বলতে পারতাম । আর to এবং am এর নিজের কোন অর্থ নেই।

যাক আজ এই পর্যন্তই পরে ইনশাল্লাহ আবার লিখব।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার     বুকমার্ক হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।