আমাদের কথা খুঁজে নিন

   

ড. মুহাম্মদ ইউনুস একটা সেই রকম জিনিস!!

কপট ধার্মিক, ভীরু- ভন্ড, রাজাকার এবং তাদের বংশধরদের এই ব্লগে প্রবেশ নিষেধ ড. মুহাম্মদ ইউনুস সুবিধাবাদী একজন মানুষ। তিনি বিশ্বব্যাংকের প্রধান হতে চান না কারণ এটার পলিসির সাথে তার গ্রামীণ ব্যাংকের পলিসি সম্পূর্ণ বিপরীত। কিন্তু তিনি এমেরিকান এই প্রতিষ্ঠানটির নাটের গুরু এমেরিকার সরকার প্রধান আর বাঘা বাঘা রাজনীতিবিদদের খুব কাছের মানুষ! খুব প্রিয় মানুষ! ক্লিনটন, হিলারী, ওবামা সবাই!! এমেরিকার বড় বড় পুরস্কার তার জন্যে রাখা থাকে! নামে বিশ্বব্যাংক হলেও ব্যাংকটি এমেরিকান। ওয়ালমার্ট আর এক্সন এর মতো বড়ো বড়ো কোম্পানীর টাকায় চলে বিশ্বব্যাংক নামের এমেরিকান এই ব্যাংকটি। আর এমেরিকা খবরদারী করে বিশ্বের গরীব দেশ গুলোর উপর।

হাসিনা একটু বাড়াবাড়ি করেছিলো কিছূদিন। তাই হাসিনার পতন ঘটানোর জন্য পদ্মাসেতু থেকে সরে গেছে বিশ্বব্যাংক। এতে বিন্দুমাত্র সন্দেহ নেই। এমেরিকা মুখে গনতন্ত্রের কথা বললেও অন্তরে বিশ্বাস করে না। এমেরিকা তার বিরোধিতা পছন্দ করে না।

এই কারেনই সাদ্দাম চলে গেছে, চলে গেছে গাদ্দাফী। পতন হয়েছিলো সাবেক ইরানী একজন প্রধানমন্ত্রীর। খুন হয়েছেন আমাদের মুজিব। শুধু বেঁচে গিয়েছিলেন হুগো শাভেজ আর ফিদেল ক্যাষ্টো। বিশদ লিখার ইচ্ছে ছিলো কিন্তু অন্য একটি কাজ আছে।

এখনই চলে যেতে হবে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।