আমাদের কথা খুঁজে নিন

   

তুমি উড়ে গেলে আমি ফুল হয়ে যাই

ডুবোজ্বর

০৪০৩১০-১ নিজেকে বিদ্ধ করি নিজের ভিতর ঘূর্ণি আর আমি একই প্রকাশ ত্বকের রঙ পাল্টে যায় সোনালি ক্লেদে অহ কী এমন নিরাময় আছে কোথাও আমার চোখের বিবরে ঘুমের হাড় আমার ফুসফুস আর যকৃতে আকাশ আর আকাশটা ক্রমশ গাঢ় নীল বাতাসে শরৎ উড়ে যায় কার দাঁতে ঝলমল বিষের আভা হৃৎপিণ্ড আজো পূর্বাশ্রমের খোঁজে শূন্যপকেটে বুকের প্রস্থ মাপি আমার নিরাময় সে এক প্রতিধ্বনি -------------------------------------------------- ০৪০৩১০-২ ক্ষান্ত হোক প্রতীক্ষার রীতি তৃষিত সকাল বাতাসের পায়ে পায়ে সোনাদিয়া ঢেউ আমি এইখানে থাকি না আর অন্যখানে তুমি উড়ে গেলে আমি ফুল হয়ে যাই তুমি পুড়ে গেলে আমি ধোঁয়া আর ছাই কেউ কেউ আছে এমন তোমাদের গ্রামে নবীন নাবিক জানে না ঢেউয়ের প্রকার নিদঘুমে নাচে পর্দার মায়া দেয়াল জুড়ে পূর্ণিমার ছাদে আমরা উড়ি উড়ি বহুদূর আতরের ঘ্রাণ ধরে দাঁড়িয়ো না পাশে আমি জানি না বিপরীত আরোহণ সোম আমি জানি না সহমরণের প্রণোদনা যদি তুমি সহমরণ জানো আমি অমর তোমাদের শাদাবক গ্রামে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।