আমাদের কথা খুঁজে নিন

   

বড়াইগ্রাম-গুরুদাসপুরের সব সড়কে ১৪৪ ধারা

বড়াইগ্রামের উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম ও গুরুদাসপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন আক্তার জানান, মঙ্গলবার সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত সড়কগুলোতে সব ধরনের সভা সমবেশ ও মিছিল নিষিদ্ধ করা হয়েছে।
বড়াইগ্রাম থানার ওসি ইব্রাহিম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুই উপজেলার মধ্য দিয়ে ঢাকাগামী-রাজশাহী মহাসড়ক গেছে। গুরুত্বপূর্ণ এই সড়কে শোভাযাত্রা হলে যান চলাচল বিঘ্নিত হওয়ার পাশাপাশি আইন শৃঙ্খলা অবনতি হতে পারে বলে প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।
মহাসড়কের বড়াইগ্রাম ও গুরুদাসপুর অংশে এবং দুই উপজেরার সব সড়কে পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান ওসি।
প্রশাসনের কর্মকর্তারা জানান, নাটোরের জামায়াত নেতা দেলোয়ার হোসেন মঙ্গলবার সকাল থেকে দুই উপজেলার বিভিন্ন সড়কে মোটরসাইকেল শোভাযাত্রা ও মিছিল করার ঘোষণা দেন।

অন্যদিকে স্থানীয় আওয়ামী লীগও সরকারের উন্নয়নচিত্র তুলে ধরতে শোভাযাত্রা ও মিছিলের কর্মসূচি দেয়। এতে নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
এই পরিস্থিতিতে সোমবার রাতেই স্থানীয় প্রশাসন নিষেধাজ্ঞা জারি করে এবং মাইকের মাধ্যমে তা এলাকায় জানিয়ে দেয়া হয়। ফলে দুই দলের পক্ষ থেকে রাতেই তাদের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা আসে।
প্রশাসনের এ নিষেধাজ্ঞার বিরুদ্ধে রাত সাড়ে ৯টার দিকে বিক্ষোভ মিছিল করে জামায়াত।

মঙ্গলবার দুপুরে তাদের সংবাদ সম্মেলন করে প্রতিক্রিয়া জানানোরও কথা রয়েছে।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।