আমাদের কথা খুঁজে নিন

   

সমস্যা: পুরুষের সেক্স নারীর ডায়রিয়া



নারী পুরুষ আলাদা তাই তাদের রোগব্যাধিও আলাদা হবারই কথা। কিন্তু গোল বেধেছে বেড়াতে গিয়ে । কোথাও বেড়াতে যাবেন ভাবছেন?আপনি নিজে ছেলে না মেয়ে সেটি আগে নিম্চিন্ত হোন। কারণ সুইস গবেষকরা বলছেন বেড়াতে গিয়ে নাকি নারী পুরুষ আলাদা রোগে পড়তে পারে। পুরুষদের ক্ষেত্রে সবচেয়ে বেশি হয় জ্বর আর সেক্স নির্ভর রোগবালাই ।

আর মেয়েদেরে সবচেয়ে বেশী হয় নাকি ডায়রিয়া । জুরিখ ইউনিভার্সিটির করা ৫৯ হাজার ভ্রমণকারির মধ্যে এক জরিপের ফল দাঁড়িয়েছে এমন । মেয়েদের সবচেয়ে বেশি পেট খারাপ হবারই কথা তারা তো শুধু খায়। যেখানেই যাকনা কেন যা পায় তাই খায়। এটা তো আর আমার কথা না...জরিফ বলছে ।

বেশি খেলে পেট খারাপ করবেই আর ডায়রিয়াও হবে । আর পুরুষরা যেখানেই যাক একাকিত্ব কাটাতে খোঁজে সঙ্গী । আর অবৈধ সম্পর্কের ফলে যা হবার তাই হয়..(বাঁচতে হলে জানতে হবে) পাশাপশি ম্যালেরিয়া বা যেকোনো জ্বরে পড়া স্বাভাবিকই তাই বাইরে ভ্রমণকারী সবার জন্য সচেতনতা বানী নারীরা বাইরের বেশিকিছু খাবেন না । পাশাপশি ডায়রিয়া বিষয়ে সচেতন হোন । পুরুষেরা সতর্ক থাকুন অবৈধ সম্পর্ক থেকে ।

সচেতন হোন যেকোনো জ্বর থেকে । ভাই নারী পুরুষের গবেসণা তো করছে ....কিন্তু আরেক প্রজাতি তো বাইরে থেকে গেল...তাদের বক গবেষণা হবেনা ! আমাদের ব্লগের পাঠকভাইরা নিশ্চয়ই এই গবেষণার বাইরে তিনপ্রজাতির জন্যই এরচেয়ে সঠিক জরিপ বলে দিতে পারতো,তাইনা ? ভাইয়েরা আওয়াজ দিয়েন?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.