আমাদের কথা খুঁজে নিন

   

৩রা মার্চ ২০১০

_________________সেলাই গাছের কারখানা _______________________________________

৩রা মার্চ ২০১০ সৈয়দ আফসার কাছের চার্চ; কাছের আঘাত ধরে রাখতে পারি না এ-বেদনায় মিলিয়ে যাচ্ছে আমাদের সকল প্রস্তুতি এসো ভুলে যাই; দেনা-পাওনা এ-বুকের সান্ত্বনা... বহুরূপি ভাব ধরে কেনো হাসো তুমি- দেহবিবৃতি ইচ্ছের চূড়ায় উঠতে কবিতা বুঝার প্রয়োজন পড়ে না। তুমি যা বুঝেছো ততটুকুই কবিতা। শুধু এটুকুই বলি, জল আর লবণ... ইচ্ছের শেষ বিন্দুতে পৌঁছে যাবার আগে করো না আহবান। নামো: তুমি নেমে এসো 'শ্রম তপ্ত ঘাম' এই মন- এই শরীর; সে তো জন্মাবধি ডানার উড়াল; তবে আমাকেও কেনো যে উড়াও তোমাদের হাওয়ার ভরে। আমাকে ডাকো না আক্ষেপ; আড়াল চোখও শিখেছে বিস্তার হাসির ভেতর জমছে কি প্রত্যাশা? শুশ্রূষা মনের ঋতি কাছের চার্চ; কাছের আঘাত অবশিষ্ট ভালোবাসা ক্ষতি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।