আমাদের কথা খুঁজে নিন

   

ইহা কোন কাল : পুলিশেও আজ ফতোয়া দেয়

₩℮ℓ¢☻₥℮ Ŧ◙ ღẙ Ħє†† ☠

‘রংপুরে নারী-পুরুষের একত্রে হাঁটা যাবে না’ বলেছেন রংপুর ডিবি পুলিশ রংপুরে উদ্যানে নারী-পুরুষ একত্রে হাঁটা যাবে না বলে ডিবি পুলিশ ১ মার্চ ফতোয়া দিয়েছে। একই সঙ্গে ডিবি পুলিশ এই ঘটনার জন্য যে ১৯ জনকে আটক করেছে। গতকাল দৈনিক ইত্তেফাক পত্রিকায় ‘রংপুরে পুলিশের ফতোয়া, উদ্যানে নারী-পুরুষ একত্রে হাঁটা যাবে না, আটক ১৯’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। ডিবি পুলিশের ফতোয়ায় বলা হয়েছে, রংপুর শহরের চিড়িয়াখানাসহ বিভিন্ন বিনোদন উদ্যানে নারী-পুরুষ একসঙ্গে চলাচলের ঘটনা ঘটছে। ফতোয়া অনুযায়ী মেয়েদের প্রকাশ্যে চলাফেরা করতে হলে বোরকা পরে বের হতে হবে। ফতোয়া না মানলে তাদের জেলহাজতে পাঠানো হবে। ফতোয়া অমান্য করায় গত রবিবার ডিবি’র এসআই গোলাম মিনহাজের নেতৃত্বে একদল পুলিশ চিড়িয়াখানা ও বিনোদন পার্ক সুরভী উদ্যান থেকে ১৯ জন নারী-পুরুষকে আটক করে। সূত্র: দৈনিক ইত্তেফাক


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।